Latest News

Bangladesh: ‘টিপ পরছোস কেন?’ শিক্ষিকাকে হেনস্থা করল ‘পুলিশ’! প্রতিবাদের ঝড় সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: পড়শি দেশে (Bangladesh) ফের মৌলবাদী মানসিকতার অভিযোগ! এবার এক ‘হিন্দু’ ধর্মাবলম্বী লেকচারারকে টিপ পরার কারণে হেনস্থা হতে হল। আক্রান্তার দাবি, খোদ পুলিশের পোশাক পরা লোকই টিপ পরার কারণে দুর্ব্যবহার করেছে তাঁর সঙ্গে! এমনকি এই ঘটনায় তিনি প্রতিবাদ জানালে তাঁর গায়ের ওপর দিয়ে মোটরসাইকেলও চালিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি, জানিয়েছেন অভিযোগকারিণী শিক্ষিকা লতা সমাদ্দার। তিনি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার।

লতা সমাদ্দারের বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার। ঢাকার ফার্মগেট এলাকায়। তিনি কলেজে যাচ্ছিলেন অন্য দিনের মতোই। সে সময়ে পথে পুলিশের পোশাক পরা এবং লম্বা দাড়িওয়ালা এক ব্যক্তি বাইকের ওপর বসেছিল রাস্তায়। সে লোকটি তাঁকে দেখেই বলে ওঠে ‘টিপ পরছোস কেন!’ লতার দাবি, এই কথা বলার পরেই অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করে লেকটি। শোনামাত্র প্রতিবাদ করেন লতা, তার পরেই তাঁর পায়ের পাতার উপর দিয়েই বাইক চালিয়ে চলে গেছে লোকটি, এমনই দাবি করছেন লতা সমাদ্দার।

ঘটনার পরেই ঢাকার শের-ই-বাংলা নগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের রাস্তাঘাটে এর আগেও বিভিন্ন সময়ে তাঁকে বাজে কথা শুনতে হয়েছে এই টিপ পরা নিয়ে। কিন্তু পুলিশের কাছ থেকে এই আচরণ তিনি আশা করেননি।

ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই টিপ পরা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে। ‘টিপ পরা আমার স্বাধীনতা’, ফেসবুকে এই কথা লিখে নিজেদের টিপ পরা ছবি দিচ্ছেন বহু মহিলা। প্রতিবাদ জানাচ্ছেন পুরুষরাও। রবিবার ঢাকা শহরের রাস্তায় নেমেও প্রতিবাদ সমাবেশ করেছেন সেই দেশের মহিলা অধিকার কর্মীরা। তাঁরা বলছেন, টিপ পরা নিয়ে কটূক্তি এ দেশে বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং স্বাধীনতার এত বছর পর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এই ঘটনা উদ্বেগজনক। এতে দেশের এক শ্রেণির মানুষের অসহিষ্ণুতাই প্রকাশ পায়।

পুলিশের পোশাক পরে কে এমন কদর্য আচরণ করল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছে, লতা সমাদ্দার গাড়ির নম্বরের কয়েকটি ডিজিট বলতে পেরেছেন, কিন্তু তা থেকে গাড়িটি শনাক্ত করা যায়নি। অভিযুক্তের খোঁজ চলছে। ওই দিন এলাকায় যাঁদের ডিউটি ছিল, তাঁদের মধ্যেও কাউকে মেলানো যায়নি লতা সমাদ্দারের দেওয়া বর্ণনার সঙ্গে। অভিযুক্তকে ধরতে পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এ দেশ ভালবেসে ছেড়েছিলেন পাক জন্মভূমি! লতা-সন্ধ্যা শুধু নয়, গুরু মানতেন উত্তমকুমারও

You might also like