Latest News

বাংলাদেশের লঞ্চে ভয়াবহ আগুন মাঝরাতে, দগ্ধে মৃত অন্তত ১৬! হাজার যাত্রী ছিলেন তাতে

দ্য ওয়াল ব্যুরো: ভয়ানক অগ্নিকাণ্ড বাংলাদেশের যাত্রীবোঝাই লঞ্চে। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেছে ৪৮ জনকে। অনেকে নিখোঁজ। বৃহস্পতিবার রোত তিনটে নাগাদ এই মর্মান্তিক বিপর্যয় ঘটেছে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠি এলাকা পেরোনোর সময়ে।

ঝালকাঠির জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি জানিয়েছেন, ‘এমভি-১০ অভিযান’ নামের লঞ্চটিতে হাজার খানেক যাত্রী ছিলেন। লঞ্চটি সুগন্ধী নদী পেরোচ্ছিল দুর্ঘটনার সময়ে। গভীর রাতে সকলে ঘুমিয়েছিলেন, তখনই আচমকা আগুন লেগে যায়। তখনই লঞ্চটিকে পার্শ্ববর্তী দিয়াকুল গ্রামে নোঙর করানো হয়। হইচই শুরু হয় লঞ্চ জুড়ে। অনেকেই আতঙ্কে নদীতে ঝাঁপ দেন।

খবর পেয়ে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্চিন। তবে ঠান্ডায়, ঘন কুয়াশায় কাজ করাই দায় হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আসে। মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন ধরে যায় আচমকা।

ঘটনায় ১৬ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

You might also like