
দ্য ওয়াল ব্যুরো: সুদূর আমেরিকা (USA) থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলাদেশের (Bangladesh) তরুণীকে বিয়ে করলেন এক যুবক। তাঁর নাম রাইয়ান কফম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটের ক্যানসাসের বাসিন্দা তিনি। ডেটিং অ্যাপের মাধ্যমে রাইয়ানের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা সাইদা ইসলামের। সেই আলাপ ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়।
আরও পড়ুন: প্রসঙ্গ কানপুর: দল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বিবৃতি দিয়ে জানাল বিজেপি
গত মাসের ২৯ তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখেন রাইয়ান (Bangladesh)। সাইদাকে বিয়ে করতেই তাঁর এতদূর আসা। আসার আগে নিজের ধর্মও বদলে ফেলেছেন তিনি। খ্রিস্টধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন। দুই পরিবারের সম্মতিতেই হয়েছে বিয়ে।
জানা গেছে ২০২১ সালে একটি অনলাইন ডেটিং অ্যাপে আলাপ হয় রাইয়ান আর সাইদার (Bangladesh)। ফেসবুকেও তাঁরা গল্প করতেন। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ভিডিও কলেও কথাবার্তা হত তাঁদের। শুধু এই দুই তরুণ তরুণীই নয়, ভিনদেশি দুই পরিবারও পরস্পরকে পছন্দ করে। এরপরই রাইয়ান, সাইদা সিদ্ধান্ত নেন তাঁরা বিয়ে করবেন, পরিণতি দেবেন এই সম্পর্ককে।
বাংলাদেশে (Bangladesh) এসে দারুণ খুশি রাইয়ান। সেখানকার মানুষদের আতিথেয়তায় তিনি মুগ্ধ। বিদেশি যুবককে দেখতে সাইদার বাড়ির সামনেও ভিড় জমান প্রতিবেশীরা।