Latest News

‘সিনেমা হলে লুঙ্গি পরে ঢোকা যাবে না কেন?’ বাংলাদেশের ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক ব্যক্তিটির পরনে হাওয়াই শার্ট ও লুঙ্গি। আর পাঁচজনের সঙ্গে তিনিও টিকিটের লাইনে দাঁড়িয়েছিলেন। টিকিটের দাম এগিয়ে দিতেই কাউন্টার থেকে বলা হয়, এখানে লুঙ্গি (Lungi) অ্যালাও নয়। অন্য পোশাক পরে এলে টিকিট দেওয়া হবে। তা নিয়ে সামান্য তর্কাতকি, বাদ-প্রতিবাদ মুহূর্তেই মিলিয়ে যায়। হাসিমুখেই ঘটনার কথা কয়েকজনকে বলে এলাকা ছেড়ে চলে যান ওই ব্যক্তি। কিন্তু ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। লুঙ্গি পরা ব্যক্তিকে সিনেমা হলে (Cinema Hall) ঢুকতে না দেওয়ার ঘটনাটি একজন ফেসবুকে তুলে দেন।

বাংলাদেশে (Bangladesh) গত ইদে রিলিজ হয়েছে ‘পরাণ’ নামে ত্রিকোণ প্রেমের সিনেমা। ছেলের বাড়ি বেড়াতে এসে ঢাকার সনি স্কোয়্যারে সেই সিনেমা দেখতে গিয়েছিলেন সামান আলি সরকার। সেখানেই এক কাণ্ড। জনে জনে মানুষ প্রশ্ন তোলে লুঙ্গি কী অন্যায় করল? ওটা তো প্রচলিত পোশাক। উৎসবে, সামাজিক অনুষ্ঠানেও অনেকে লুঙ্গি পরে।

Bangladesh

কেউ কেউ মন্তব্য করেন, আসলে লুঙ্গিকে গরিব মানুষের পোশাক বলে মনে করা হয়। তারপরেও প্রশ্ন হল, ওই ব্যক্তি তো বিনা পয়সায় সিনেমাটি দেখতে চায়নি। টাকা দিলে টিকিট কেন দেওয়া হবে না!

তুমুল সমালোচনার মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে ঘোষণা করে, তাদের হলে কোনও নির্দিষ্ট পোশাক বিধি নেই। লুঙ্গিতে আপত্তি করার প্রশ্নই ওঠে না। ঘটনাটি স্রেফ ভুল বোঝাবুঝি।

সামান আলি সরকারকে সপরিবারে এসে ওই হলেই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানায় স্টার সিনেপ্লেক্স। এই ঘটনায় নড়েচড়ে বসেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি, নায়ক শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিম-সহ আরও অনেকে। পরিচালক, নায়ক-নায়িকারা ফেসবুকে ঘোষণা করেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁরাও সিনেমাটি দেখবেন। ওই প্রবীণ ব্যক্তির সন্ধান দেওয়ার জন্য নেটিজেনদের প্রতি আর্জি জানান তাঁরা।

জুতোর মালা পরে কলেজ ছেড়েছিলেন, ফুলের মালা পরে ফিরলেন অধ্যক্ষ

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফেসবুকে লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যাসেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সঙ্গে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দিন প্লিজ।’

শরীফুল রাজ লেখেন, ‘আজ যদি আমার বাবা এভাবে লুঙ্গি পরে সিনেমা হলে যেতেন এবং তাঁরা শুধু লুঙ্গির জন্য যদি সিনেমার টিকিট না বিক্রি করতেন, সে ঘটনায় যেমন ব্যথিত হতাম, ঠিক তেমনইভাবে ব্যথিত হয়েছি। মানবিকভাবে এটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আমরা তাঁকে খুঁজছি।’

অবশেষে গতকাল জানা যায় ঢাকার মীরপুরের সনি স্কোয়্যারে সপরিবারে ‘পরাণ’ দেখেছেন ওই ব্যক্তি। তাঁদের সঙ্গে ছিলেন সিনেমার কলাকুশলীরাও।

You might also like