
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঢাকায়! বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ তিনি। গতকাল ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয় একটি বস্তা। তাতেই ছিল অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর দেহ! কে বা কারা এমন কাণ্ড ঘটাল, পুলিশ এখনও অন্ধকারে।
কেরানীগঞ্জ থানার সূত্রে খবর, লাশটি টুকরা করে দুটি বস্তায় ভরে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজনের থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বস্তা খুলে দেহের টুকরোগুলো উদ্ধার করা হয়। দেহটির গলায় আঘাতের দাগও মিলেছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটি।
জানা গেছে, গত পরশু, রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বে্রিয়ে যান শিমু। এর পরে তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল কলাবাগান থানায় জিডি করেন রাতে। কিন্তু কোনও খোঁজ মেলেনি তাঁর।
তার একদিন পরে, গতকাল শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত কোনও মামলা রুজু হয়নি এই ঘটনায়। সন্দেহের বশে দুজনকে আটক করেছে বাংলাদেশের পুলিশ। কিন্তু কোনও সূত্র মেলেনি এখনও।