Latest News

Bangaon: এক পা রাস্তায় নামাতেই গতি বাড়াল বাস! মুখ থুবড়ে পড়ে চাকায় পিষে গেলেন যাত্রী

দ্য ওয়াল ব্যুরো: বাস থেকে তখনও পুরোপুরি নামতে পারেননি যাত্রী। একটা পা রাস্তায় নামালেও আরেক পা তখনও বাসের পাদানিতেই। এমন সময়েই গতি বাড়িয়ে চলতে শুরু করে সেই বাস। ফল হল মারাত্মক (Accident)। পা হড়কে পড়ে গিয়ে ওই বাসেরই পিছনের চাকায় পিষে গেলেন যাত্রী। সঙ্গে সঙ্গে মৃত্যু (Bangaon)।

আরও পড়ুন: ‘বাঘকে দেখে কুকুর-হায়নারা চিত্‍কার করে’, আনিসের গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে মন্তব্য ববির

এখানেই শেষ নয়, বাসের বেপরোয়া গতি যখন এভাবে প্রাণ কাড়ছে তখন ওই বাসের মধ্যেই দাঁড়িয়েছিলেন মৃত যাত্রীর স্ত্রী। তিনি নামার জন্যেই অপেক্ষা করছিলেন, তখনও নামতে পারেননি। তাঁর নামার আগেই চলতে শুরু করে বাস। চাকার তলায় পিষ্ট হয়ে যান মহিলার স্বামী।

মারাত্মক এই ঘটনাটি ঘটেছে শনিবার গাইঘাটা থানার চাঁদপাড়া মণ্ডলপাড়া এলাকায়। অঘটন ঘটে যাওয়ার পর কিছু দূর এগিয়ে কোনওরকমে ওই মহিলাকে নামিয়ে দেওয়া হয় বাস থেকে। তারপর সবেগে বাস চালিয়ে চম্পট দেয় ড্রাইভার ও কন্ডাকটর।

ঘাতক বাসটির এমন আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। প্রতিবাদে তারা একজোট হয়ে যশোর রোড অবরোধ করেন বেশ কিছুক্ষণের জন্য। রাস্তায় যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক বাসটির চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জনতাকে শান্ত করে পুলিশ।

জানা গেছে মৃতের নাম দিব্যেন্দু বিশ্বাস। স্ত্রীর সঙ্গে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। ফেরার পথেই এই দুর্ঘটনা। বাসের চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের বলি হতে হয়েছে দিব্যেন্দুকে। অঘটনটি ঘটিয়েছে ডিএন ৪৪ রুটের বাস। যাত্রীদের অভিযোগ, এই রুটের সব বাসেরই এমন বেপরোয়া গতি, খামখেয়ালীপনা রয়েছে, নিত্যদিন তার জন্য সাধারণ মানুষকে ভুগতে হয়। আজ সেই থেকেই এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

You might also like