Latest News

Bangabandhu Safari Park: বাংলাদেশের চিড়িয়াখানায় পরপর আফ্রিকান প্রাণীর মৃত্যু! ঘনাচ্ছে রহস্য

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (Bangabandhu Safari Park)। যেখানে গত আড়াই মাসে মৃত্যু হয়েছে ১৪টি প্রাণীর। আশ্চর্যজনকভাবে এর সবকটিই আফ্রিকান প্রাণী (African Animals)। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকায় প্রাণীগুলোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। এ কারণেই আফ্রিকান পশুগুলির মৃত্যু হচ্ছে বেশি।

বাংলাদেশে দুটি সাফারি পার্ক রয়েছে। একটি কক্সবাজারের ডুলাহাজারায়, অপরটি গাজীপুরের শ্রীপুরে। শ্রীপুরের পার্কটিতে গত আড়াই মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি মারা গেছে ১টি লেমুর। এই ১৪টি প্রাণীর সব কটিই আফ্রিকান।

তবে এই ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চালানো একটি পরীক্ষার পর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সেই পার্কে অন্তত ৫৬টি প্রাণীর মৃত্যু হয়। যার মধ্যে ৩২টিই ছিল আফ্রিকান। সেই প্রতিবেদনে এই মৃত্যুর হারকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

আফ্রিকান প্রাণীর মৃত্যুর সংখ্যা বেশি কেন? এই প্রশ্ন জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু সাফারি পার্কের অন্যতম অধিকর্তা মোল্লা রেজাউল করিম কথা বলতে রাজি হননি। তবে এর পেছনে অনুকূল পরিবেশ না থাকা এবং সঠিক খাবার না পাওয়ার কথাও মনে করা হচ্ছে। আফ্রিকান প্রাণীগুলো মূলত সাভানা প্রান্তরে থাকে। কিন্তু এখানে তেমন পরিবেশ নেই। তাই তাদের জন্য পার্কেও সেই ধরনের পরিবেশ তৈরি করতে হবে।’

রাশিয়ার বোমার আঘাতে আহত ইউক্রেনের টিকটক তারকা! হাসপাতালে ছুটলেন জেলেনস্কি

You might also like