
দ্য ওয়াল ব্যুরো: করোনা অতিমারির কারণে গত দু’বছর একাধিক সেক্টরে চাকরির আকাল দেখা দিয়েছিল। বহু জায়গায় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছিল। এরপর থেকে অনেকেই কাজ হারিয়ে বেকারের তালিকায় নাম লিখিয়েছেন। কিন্তু এমন সময় একসঙ্গে ১৭টি চাকরি (job offers) পেয়ে তাক লাগালেন বালি ঘোষপাড়ার যুবক অরিজিৎ রায়। তাঁর এই সাফল্যে খুশি পরিবার এবং আত্মীয়স্বজনরাও।
করোনা পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় ধীরে ধীরে আবার বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও চলছে ক্যাম্পাসিং। তারমধ্যেই এমন অভিনব কাণ্ড ঘটল অরিজিতের সঙ্গে। তবে তিনি নিজে কোথায় চাকরি (job offers) করবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি বলেই জানিয়েছেন।
আরও পড়ুন: বর্ধমানের ‘মুকুটহীন রাজা’, থ্যালাসেমিয়ার ভ্রূকুটি উড়িয়ে আঁকড়ে ধরেছেন ‘শাপলা শালুক’
অরিজিৎ চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র। তিনি গত দু’মাসে ১৭টি মাল্টিন্যাশানাল কোম্পানিতে ক্র্যাক (job offers) করেছেন। তার মতো ওই কলেজ থেকে আরও কয়েকজন ছাত্র উইপ্রো, টিসিএস, ইনফোসিসের মত বিভিন্ন কোম্পানি থেকে চাকরির অফার পেয়েছেন। অরিজিৎ জানিয়েছেন, ‘কম্পিউটার সায়েন্সের মূল বিষয় হল প্রোগ্রামিং। যেটা খুব ভাল করে শিখতে পারায় চাকরি পেতে সুবিধা হয়েছে।’
হুগলি ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ ডক্টর স্মিতধী গঙ্গোপাধ্যায় বলেন, ‘করোনার জন্য অনেকের চাকরি চলে গেছে এটা ঠিক। তবে আমাদের কলেজের পড়ুয়াদের কাছে বেশ ভাল ভাল চাকরির সুযোগ এসেছে। কলেজ বন্ধ থাকার সময় অনলাইনে পাঠ এবং প্র্যাকটিক্যাল ঠিকমত করানো হয়েছে। এর ফলে পড়ুয়াদের চাকরি পেতে একেবারেই অসুবিধা হয়নি।’