Latest News

অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক! অভিনব উদ্যোগ উত্তরপ্রদেশের বেকারির

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর বয়স পর্যন্ত অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক (Free Cakes)। এই মর্মে পোস্টার লাগানো হলো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি বেকারিতে (Bakery)। সেই পোস্টারের ছবি টুইটারে শেয়ার করে নিয়েছেন আইএএস অফিসার অবনীশ শরণ। এই ঘটনায় টুইটারিরা বেকারি মালিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

ছবি পোস্ট করে শরণ লিখেছেন, ‘বেকারি মালিকের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা’। অবনীশ শরণের পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি কাচের বক্সের মধ্যে রাখা আছে অনেকগুলো কেক। আর তার বাইরে লেখা আছে ‘ফ্রি! ফ্রি! ফ্রি! ১৪ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলে মেয়েদের মা-বাবা নেই, তাদের জন্য বিনামূল্যে কেক!’

জানা গিয়েছে, বেকারিটি উত্তরপ্রদেশের দেওড়িয়াতে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই অজস্র মানুষ প্রশংসা করেছেন বেকারি মালিকের।

অবনীশ শরণ মাঝেমধ্যেই টুইটারে খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য বেশ পরিচিত টুইটারিদের কাছে। এবারেও তাঁর এই ছবি মন জিতে নিয়েছে অজস্র মানুষের।

ছেলেকে গিলতে যাচ্ছিল অজগর, সাপের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে নিলেন মা

You might also like