Latest News

রত্নার বিরুদ্ধে লালবাজারে বৈশাখী, ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছেন শোভনজায়া

দ্য ওয়াল ব্যুরো: শোভন- বৈশাখী বনাম রত্না চট্টোপাধ্যায় দ্বন্দ্ব চলছেই। বুধবারের ঘটনাপ্রবাহে তা নতুন মাত্রা পেয়েছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম বদলে যাওয়া, শোভন চট্টোপাধ্যায়ের সম্পত্তি দান, গোলপার্কের ফ্ল্যাটে উচ্ছেদ নোটিসের পর এবার লালবাজারের দ্বারস্থ হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়, এমনটাই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লালবাজারে অভিযোগ দায়ের করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন সকাল সকাল রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সোজা লালবাজারে হাজির হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশি নিরাপত্তার দাবি করেছেন। লিখিত অভিযোগ দায়ের করে বৈশাখী জানিয়েছেন, রত্না তাঁকে পেটানোর হুমকি দিয়েছেন। সেই সঙ্গে সংবাদমাধ্যমেও তাঁর বিরুদ্ধে কথা বলেছেন।

শুধু তাঁকেই নয়, বৈশাখীর অভিযোগ, নিজের স্বামীকেও ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছেন রত্না। তাঁর কথায়, ‘রত্না চট্টোপাধ্যায় প্রভাবশালী তৃণমূল বিধায়ক। আগেও আমি এ ব্যাপারে অভিযোগ করেছিলাম। কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি। আমি খুবই আতঙ্কে রয়েছি।’

গতকাল শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে উচ্ছেদ নোটিস পাঠিয়েছিল রত্না চট্টোপাধ্যায়ের পরিবার। জানা গিয়েছিল, ওই ফ্ল্যাটটি রত্না দেবীর স্বর্গীয় দাদার নামে রয়েছে।

শ্বশুরবাড়ির তরফে এই অভিযোগের পাল্টাও দিয়েছেন শোভন। তিনি জানিয়েছেন তাঁরা কোনও বেআইনি বসবাস করছেন না। রত্না চট্টোপাধ্যায়ও যে তাঁর বেহালার বাড়িতেই দীর্ঘদিন থাকছেন তা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন মেয়র। সেই সঙ্গে বান্ধবীর নামে লিখে দিয়েছেন নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম বদলে হয়ে যায়, ‘বৈশাখী শোভন ব্যানার্জী’। যার জেরে ব্যাপক চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক গুঞ্জনকেই কি এবার স্বীকৃতি দিতে চাইছেন এই যুগল? তবে কি এবার শুরু হচ্ছে শোভন-বৈশাখীর জীবনের নতুন অধ্যায়?

তার মাঝেই এবার লালবাজারে হাজির বৈশাখী।

You might also like