Latest News

Bagtui CBI: ভাগ্নে ডলার কই? রিটনকে জেরা করে সন্ধান পেতে চায় সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: বগটুই কাণ্ডের তদন্তে নেমে বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে রিটন শেখকে গ্রেফতার করেছে সিবিআই (Bagtui CBI)। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত এজেন্সির দুঁদে গোয়েন্দারা। সূত্রের খবর, রিটনকে জেরা করেই ডলার শেখের সন্ধান পেতে চায় সিবিআই।

আরও পড়ুন: সাইকেল সারাই করেই জুটছে পেটের ভাত, যন্ত্রপাতি হাতে সমাজের স্টিরিওটাইপ ভাঙছেন আলো

ডলার শেখ কে (Bagtui CBI)?

সিবিআই যে সিসিটিভি ফুটেজ পেয়েছে তাতে দেখা গিয়েছিল রামপুরহাট মনসুবা মোড়ের পেট্রল পাম্প থেকে দুই যুবক কয়েক জার ডিজেল কেনে (Bagtui CBI)। তারপর তারা বাইকে যায় বগটুই মোড়। সেখান থেকে টোটো করে পৌঁছয় গ্রামে। তারপর গত ২১ মার্চ রাতে লাইন দিয়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ফুটেজ দেখিয়ে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাতে জানা যায়, ওই যুবকের একজন রিটন শেখ। যে নিহত ভাদু শেখের খাস লোক। আর অন্যজন ডলার। রিটনকে জেরা করে সেই ডলারের খোঁজ পেতে চায় সিবিআই।

এই ডলার আবার বড় লালন শেখের ভাগ্নে। যে লালনকে গণহত্যার মূল চক্রী হিসেবে মনে করছে সিবিআই। কিন্তু তার টিকি পাওয়া যাচ্ছে না।

এও জানা যাচ্ছে, ডলারের মামা বড় লালন শেখ মাঝেমধ্যে বাংলাদেশ যায়। অনেকের বক্তব্য, সেখানে তার নাকি আলাদা সংসারও রয়েছে। তাই লালন বাংলাদেশ পালিয়ে গিয়েছে কি না তাও খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই আদালতের নির্দেশে বগটুইয়ে পুড়িয়ে ন’জনকে মারার ঘটনার পাশাপাশি ভাদু শেখ খুনের তদন্তও শুরু করেছে সিবিআই।

You might also like