
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয় (Babul Supriyo’s convoy meets with accident) । রামপুরহাট যাওয়ার সময় বাবুলের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে একটি অটো। রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় দুটি গাড়িই। ঘটনায় মোট সাত জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অক্ষতই রয়েছেন মন্ত্রী।
শুক্রবারে একটি গানের অনুষ্ঠানে নচিকেতার বিকল্প হিসেবে রামপুরহাটে যাচ্ছিলেন রাজ্যের তথ্য-প্রযুক্তি ও পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর গাড়ির পিছনেই ছিল নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি। দুর্ঘটনাটি ঘটে মুসরডা পেট্রোল পাম্পের কাছে। বাবুলের গাড়িটি কিছুটা এগিয়ে গিয়েছিল। সেই সময় পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসা একটি অটো সরাসরি ধাক্কা মারে মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের গাড়িতে। সংঘর্ষের পরেই রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় অটো এবং নিরাপত্তারক্ষীদের গাড়িটি।
জানা গেছে, গাড়িটিতে ৬ জন ছিলেন। দুর্ঘটনায় তাঁরা ছাড়াও আহত হয়েছেন অটো চালকও। সকলকে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই রামপুরহাটের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
হলদিয়া মেলায় ডাক পেলেন না দিব্যেন্দু, ইন্ডিয়ান অয়েলের স্টলে রয়েছে সাংসদের ছবি