Latest News

‘শক্ত থাকো বিরাট, সুসময় আসবেই’, কোহলির পাশে দাঁড়ালেন বাবর

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Kohli Babar) সমালোচনা করছেন অনেকেই, আবার পাশেও রয়েছেন বহুজন। তার মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন বাবর আজম। পাক দলের নামী তারকা এদিন জানিয়েছেন, ‘‘বিরাট তুমি শক্ত থাকো। একদিন নিশ্চয়ই সুসময় কেটে যাবে।’’

দুই তারকার মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তারপরেও বাবর যেভাবে কোহলির পাশে থাকলেন, সেই নিয়েও সর্বত্রই প্রশংসার বাতাবরণ।

ইংল্যান্ড সফরে গিয়েও ব্যর্থ কিং কোহলি। হাফসেঞ্চুরিও করতে পারেননি তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে মাত্র ১৬ রান করেছেন কোহলি।

নিজেদের মাঠে প্র্যাকটিসে নামল মহামেডান, গ্যালারিতে উৎসব সমর্থকদের

সাংবাদিক সম্মেলনে বাবর বলেছেন, ‘‘আমি নিজে একজন ক্রিকেটার। তাই আমি জানি বিরাটের মানসিক অবস্থা কীরকম। এইসময় ওঁর পাশে থাকা উচিত। বিরাট বড় ক্রিকেটার, এই ব্যর্থতা অচিরেই কাটিয়ে উঠবে।’’

চলতি ইংল্যান্ড সফরেও রানের জন্য কঠিন পরীক্ষা দিতে হচ্ছে কোহলিকে। দুই দলের বাকি থাকা একমাত্র টেস্টে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজে আউট হন ১ ও ১১ রানে। ছন্দেই নেই তিনি।

অন্যদিকে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বাবর। অধিনায়ক হওয়ার পর যেন আরও পরিণত হয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং ক্রম তালিকায় চারে রয়েছেন তিনি।

You might also like