Latest News

ক্রিকেটে বিরল নজির বাবরের, সব ফরম্যাটেই আইসিসি তালিকায় প্রথম তিনে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে নয়া নজির পাকিস্তানের বাবর আজমের। তিনি এমন এক ক্রিকেটার, যিনি তিন ফরম্যাটেই আইসিসি-র ক্রম তালিকায় তিনের মধ্যেই রয়েছেন।  

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে জো রুট। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশান। ঋষভ পন্থ পাঁচ নম্বরে রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন তালিকায় নবম স্থানে।

বিরাট কোহলি দ্বাদশ স্থানে রয়েছেন। মায়াঙ্ক আগরওয়াল রয়েছেন ২৩ নম্বরে। ২৭ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার ও অজিঙ্কা রাহানে রয়েছেন যথাক্রমে ৩৫, ৩৬ ও ৩৮ নম্বরে। কেএল রাহুল চলে গিয়েছেন ৪২ নম্বরে।

ব্যাটে বাবরের মতোই বোলিংয়ে শাহিন আফ্রিদিও আইসিসি-র ভাল পজিশনে চলে এসেছেন। শাহিন চলে এসেছেন তিনে, আর ভারতের বুমরা চারে চলে গিয়েছেন।

You might also like