
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) বাবর আজমকে ভারতের বিরাট কোহলি (Virat Kohli) মনে করা হয়। তিনি সমান জনপ্রিয় পাক মহলে। তাই এশিয়া কাপে সুপার ফ্লপ হওয়ার পরেও বাবরকে (Babar Azam Physics) নিয়ে পাকিস্তানে পদার্থবিদ্যার প্রশ্ন হয়েছে। শুধু তাই নয়, বাবরের কভার ড্রাইভের সমীকরণ নিয়েই ওই প্রশ্ন করা হয়েছে। সেই ছবি আবার দ্রুত নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নবম শ্রেণীর প্রশ্নপত্রে দেখা গিয়েছে, বাবরের কভার ড্রাইভের কাইনেটিক এনার্জি কতটা প্রভাব বিস্তার করছে, সেটি নিয়েই উত্তর চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কাছে।
কলম্বোর রাস্তায় জনপ্লাবন, সংকট কাটিয়ে খুশির হাটে এশিয়া চ্যাম্পিয়নরা
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাবর রান করেছেন ছয় ইনিংসে ৬৮। তিনি ফাইনালেও ব্যর্থ হয়েছেন। কিন্তু পাক অধিনায়ক এতটাই জনপ্রিয় যে, তাঁকে পাকিস্তানে সর্বত্রই দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। তাও বাবরের ক্রিকেটীয় শক্তিকে দেখানো হয়েছে পদার্থবিদ্যার প্রশ্নে।
পাকিস্তানে বাবরের জনপ্রিয়তা দেশের নামী চিত্রতারকাদের থেকে কম কিছু নয়। তিনি পাক ক্রিকেটের বড় আইকনও। সেই কারণেই তাঁকে সর্বত্রই সম্মান দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিককালের মধ্যে বাবরের মতো মহাতারকা আসেনি। তিনি মাঠে থাকা মানে ভরপুর বিনোদন। তাঁর সঙ্গে সেই কারণেই আলোচনা হয় কোহলির। ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, কোহলির থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়েও রয়েছেন বাবর।