Latest News

৩৬ রানে অলআউট! অতীত মনে করিয়ে রোহিতদের বিঁধছে অস্ট্রেলিয়া

দ্য ওয়াল ব্যুরো: অতীত সবসময় সুখের হয় না, অনেক ক্ষেত্রে সেটি যন্ত্রণাও বয়ে নিয়ে আসে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগে মানসিকভাবে চাপে রাখার কৌশল নিল অজিরা। তারা পুরনো ঘটনা মনে করিয়ে ভারতকে বিঁধছে।

বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট (India vs Australia Test) শুরু হবে কমলা লেবুর শহর নাগপুরে। তার আগে একটি ভিডিও পোস্ট করে ভারতকে চাপে রাখল তারা।

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। প্রথম টেস্ট হয় অ্যাডিলেডে। দিন-রাতের সেই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩৬ রানে। আট উইকেটে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া রোহিত ও কোহলিদের খোঁচা দিয়েছে সেই টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে। ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ৩৬ রানে অল আউট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই ভিডিও দেখার পরে দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পালটা প্রশ্ন করেন, ”সিরিজের স্কোরলাইন কী ছিল?” ভারত অবশ্য সিরিজে সমতা ফেরায় মেলবোর্নে। সিডনিতে দুই দেশের মধ্যে খেলা ড্র হয়। গাব্বায় অস্ট্রেলীয়দের দর্পচূর্ণ হয়। ভারত সিরিজে নেয় ২-১-এ।

আবারও দুই মহা শক্তিধর দেশ খেলতে নামছে। তার আগে ভারতীয় শিবির থেকে এখনও কোনও গুলি গোলা বর্ষণ না হলেও অজিরা সেটি ছুড়তে শুরু করে দিয়েছেন।

এক যুগ পরে সিনিয়র চন্দ্রপলের নজির স্পর্শ জুনিয়রের! ফিরল পিতা-পুত্রের ‘ডাবল ম্যাজিক’

You might also like