Latest News

প্যারিসে ভারতীয় বায়ুসেনার অফিসে সিঁদ কাটার চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো :  রাফায়েল বিমান কেমন তৈরি হচ্ছে দেখার জন্য প্যারিসে গিয়েছে ভারতীয় বায়ুসেনার একটি টিম। গত রবিবার তাদের অফিসে গোপনে কে বা কারা ঢোকার চেষ্টা করে। রাফায়েল নির্মাতা ‘দাসো’ কোম্পানি থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। কোনও দেশের গুপ্তচররা ওই চেষ্টা করেছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্যারিস শহরের উপকণ্ঠে ভারতীয় বায়ুসেনার প্রোজেক্ট ম্যানেজমেন্ট অফিস অবস্থিত। প্রোজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্বে আছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপটেন পদের এক অফিসার। ওই অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আছে। কোনও দেশের গুপ্তচরেরা সেই নথি চুরি করতে চেয়েছিল কিনা, জানতে চাইছে বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রক, ভারতের বায়ুসেনা এবং ভারতে অবস্থিত ফরাসী দূতাবাস থেকে এসম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।

রাফায়েল যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে। ভারত ওই ধরনের ৩৬ টি বিমান কিনছে। ভারতের জন্য যে বিমানগুলি তৈরি হচ্ছে, কোনও শত্রু দেশের গোয়েন্দারা যদি তার প্রযুক্তিগত খুঁটিনাটি জেনে ফেলতে পারে, তাহলে যুদ্ধের সময় বিপদ ঘটবে।

এবার ভারতে লোকসভা ভোটে রাফায়েল ছিল বড় ইস্যু। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রায় প্রতিটি জনসভায় অভিযোগ করেছেন, ওই বিমান কিনতে গিয়ে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে শিল্পপতি অনিল অম্বানিকে। এক্ষেত্রে বঞ্চিত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল।

You might also like