Latest News

আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, পুলিশের সঙ্গে গুলির লড়াই, গ্রেফতার চার

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যবসায়ীর (Businessman) বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসায় পালানোর সুযোগ পায় না তারা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) রানীগঞ্জের রামবাগানে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের দিকে একদল দুষ্কৃতী এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। ডাকাতির উদ্দেশ নিয়েই আসে তারা। তবে এলাকারই এক বাসিন্দা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। তৎক্ষণাৎ পুলিশের এক বাহিনী এসে এলাকা ঘিরে ফেলে।

আরও পড়ুনঃ শীতের আমেজে ঘুম ভাঙল কলকাতার, কুয়াশার চাদরে ঢাকল শহর, বৃষ্টি হবে কি?

বেকায়দায় পড়ে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। জবাবে, পাল্টা গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, দু’জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা গুলি করতে করতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে চারজনকে গ্রেফতার করা গেছে। বাকিরা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে। আসানসোল জুড়ে রাত থেকেই নাকা চেকিং শুরু হয়েছে।

You might also like