
দ্য ওয়াল ব্যুরোঃ এটিএম থেকে টাকা তুলতে হলে এখন থেকে গুনতে হবে আরও বেশি কড়ি। কারণ এটিএমে টাকা তোলা বা জমা করার খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী বছরের শুরু থেকেই এই বর্ধিত মূল্য প্রযুক্ত হবে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য।
এটিএমে এক মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যেই টাকা লেনদেন করা যায়। কিন্তু এই সীমা অতিক্রম করলে কেটে নেওয়া হয় বাড়তি কিছু টাকা। সেই টাকার পরিমাণ এবার বাড়ছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাকি ব্যাঙ্ক গুলিকে এই এটিএমের খরচ বাড়ানোর অনুমতি দিয়েছে।
কত টাকা বাড়ছে এটিএমে লেনদেনের খরচ?
তা অবশ্য বেশি নয়। এতদিন বিনামূল্যে লেনদেনের মাসিক সীমা অতিক্রম করলে বাড়তি ২০ টাকা কেটে নেওয়া হত গ্রাহকের কাছ থেকে। এখন থেকে কাটা হবে ২১ টাকা। অর্থাৎ মাত্র এক টাকাই বাড়ছে এটিএমের খরচ। আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মূল্য প্রযুক্ত হবে। শুধুমাত্র নগদ টাকাই নয়, যে কোনও ধরণের এটিএম লেনদেনের ক্ষেত্রেই প্রযুক্ত হবে এই বর্ধিত মূল্য। তার সঙ্গে বাড়তি ট্যাক্সের ব্যাপার থাকলে তাও কাটা হবে আলাদা ভাবেই, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
যে কোনও ব্যাঙ্ক থেকে মাসে পাঁচটি করে ফ্রি-ট্রানজ্যাকশন পান গ্রাহকরা। অর্থাৎ বিনামূল্যে এটিএমে লেনদেনের মাসিক সীমা ৫টি। এই সীমা অতিক্রম করে গেলেই এবার থেকে বাড়তি ২১ টাকা করে কাটা হবে। বিভিন্ন ব্যাঙ্কের তরফেই এটিএমের এই খরচ বৃদ্ধির খবর গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে।