Latest News

লিস্টনের গোলে এগিয়েও বিরতির কিছু আগে গোল খেল এটিকে-মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগান ম্যাচে এগিয়ে গিয়েও সেই ব্যবধান ধরে রাখতে পারল না। বিরতির কিছু আগে তারা গোল হজম করল, যার ফলে ম্যাচের প্রথমার্ধে খেলার ফল ১-১।

খেলার ১৮ মিনিটে রয় কৃষ্ণের থ্রূ ধরে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ভাবা গিয়েছিল, তিরি রক্ষণে এসে যাওয়ায় ডিফেন্স জমাট হয়েছে, সেইসময় গোল খেয়ে গিয়েছে হাবাসের দল।

চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে শনিবারের ম্যাচটি বাগান গোলরক্ষক অমরিন্দর সিংয়ের কাছে সেঞ্চুরি ম্যাচ আইএসএলের। এমন একটি মাইলফলকের ম্যাচে তিনি গোল হজম করলেন।

দলে তিনটি পরিবর্তন এনেছেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। চলতি মরশুমে প্রথম সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নেমেছেন তিরি।

বিরতির আগে পর্যন্ত বল পজিশনে এগিয়ে চেন্নাইয়ান এফসি। বল পাস থেকে কর্নার সব দিকেই এগিয়ে রয়েছে তারা। একবার খেলার মাত্র ১১ মিনিটে তাদের মিলিত আক্রমণে আশুতোষ নিজ গোলে বল ঢুকিয়ে দিচ্ছিলেন, সেইসময় অবশ্য কিছু হয়নি।

ম্যাচে পিছিয়ে গিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাইয়ান এফসি। গোল হজম করার পরে বারবার আক্রমণ করেছে দলটি। অবশেষে কোমানের গোলে সমতায় ফিরেছে তারা।  এবার দেখার হাবাসের দল কতটা মরিয়া লড়াই করে বাকি সময় ম্যাচের।

You might also like