
দ্য ওয়াল ব্যুরো: বাগানের (ATK Mohun Bagan) গোলমেশিন রয় কৃষ্ণকে অনায়াসে ছেড়ে দিয়েছিলেন কোচ জুয়ান ফার্নান্দো। তিনি বলেছিলেন, রয়ের থেকে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) অনেকবেশি কার্যকরি। তাই রয়ের পাশাপাশি ডেভিড উইলিয়ামসকেও ছেড়ে দিয়েছিলেন কোচ।
সোমবার আইএসএলে চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে বাগান কোচের প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে। দিমিত্রির খেলা ভাল লাগলে তাঁকে নিয়ে সমর্থকরা নাচবেন, হারলে প্রবলভাবে সমালোচিত হবেন।
ঘরের মাঠে খেলা, তাই বাড়তি ঝুঁকিও রয়েছে। বাগানের নয়া তারকা দিমিত্রিও বলেছেন, ‘‘আমি অনেকদিন আগেই কলকাতায় এসেছি, কিন্তু একটা ম্যাচও খেলিনি। আইএসএলেই আমি নামব। তাই বাড়তি তাগিদ অনুভব করছি। আমার কাজ গোল করা। সেটি করতে পারলে ভাল লাগবে।’’
এই অস্ট্রেলীয় তারকাকে যে অনেক ভরসা করে সই করিয়েছেন কোচ। সেটি জানেন বলেই দিমিত্রি জানিয়েছেন, ‘‘সত্যি বলতে আমি চাপ উপভোগ করি। নয়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি। আমি জানি আমাকে কী করতে হবে।’’
প্রতিপক্ষ দল নিয়ে ভাবতে নারাজ এই তারকা। বলেছেন, চেন্নাইয়িন এফসি নিয়ে আমি ভাবছি না। আমার ফোকাসে শুধুই নিজেদের পারফরম্যান্স। একই সঙ্গে গোটা লিগ নিয়ে এখনই ভাবতে চাই না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।’’
চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম একাদশে থাকার দৌড়েও প্রবলভাবে আছেন দিমিত্রি। দু’দিনের অনুশীলনে জনি কাউকোর সঙ্গী হিসেবে খেলতে দেখা গিয়েছে দিমিত্রিকে। হুগো বুমোসকে বসিয়ে দিমিত্রিকে শুরু থেকে খেলাতে পারেন কোচ। দলের রক্ষণে ব্রেন্ডন হামিল ও মাঝমাঠে জনি কাউকো ও কার্ল ম্যাকহুগের খেলা নিশ্চিত বলা চলে।