Latest News

ATK Mohun Bagan: কিং কোলাসোর হ্যাটট্রিক, ঝড়ের তাণ্ডব শেষে বাগান সাইক্লোনে ভেসে গেল বসুন্ধরা

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির তাণ্ডব শেষে শুরু হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ফুটবলারদের সাইক্লোন। এএফসি কাপের (AFC Cup) ম্যাচে খড়কুটোর মতো ভেসে গেল বাংলাদেশের বসুন্ধরা (Basundhara) কিংস। এটিকে মোহনবাগানের পক্ষে খেলার ফল ৪-০। লিস্টন কোলাসোর হ্যাটট্রিকের পরে গোল দেন ডেভিড উইলিয়ামস।

সকাল দেখে নাকি রাত বোঝা যায়, এই ম্যাচের প্রেক্ষাপট দেখে বোঝা তা সম্ভব হয়নি। কারণ খেলা শুরুর দশ মিনিটের মধ্যেই তুমুল বর্ষণ ও ঝড়ে খেলা প্রায় বাতিল হয়ে গিয়েছিল। সেইসময় ভাবা যায়নি খেলা ফের শুরু হওয়ার পরে বাগান ফুটবলাররা মাঠে ফুল ফোটাবেন। এর আগের ম্যাচে এটিকে মোহনবাগান হারে গোকুলামের কাছে। সেই হারের পরে দারুণ প্রত্যাবর্তন জুয়ান ফার্নান্দোর দলের।

যুবভারতীতে বাজ পড়ে খেলা বন্ধ! ঘণ্টাখানেক পর মাঠে নামল মোহনবাগান, বসুন্ধরা

বিরতিতেই সবুজ মেরুন জার্সিধারীরা ঝলসে উঠেছেন। লিস্টন কোলাসো সেইসময় জোড়া গোলে দলকে এগিয়ে দেন। একটা গোল তিনি করেন ২৫ মিনিটের মাথায়। প্রথম গোলটি লিস্টন করেন একক প্রচেষ্টায়। ফালাফালা করে দেন বিপক্ষ দলকে।

Image - ATK Mohun Bagan: কিং কোলাসোর হ্যাটট্রিক, ঝড়ের তাণ্ডব শেষে বাগান সাইক্লোনে ভেসে গেল বসুন্ধরা
গোলের পরে ডেভিড উইলিয়ামস ও প্রবীর দাসের উল্লাস। শনিবার যুবভারতীতে।

দ্বিতীয় গোলটি লিস্টনের এসেছে জনি কাউকোর পাস থেকে। খেলার বয়স সেইসময় ৩৪ মিনিট। প্লেসিংয়ে বল জালে রাখেন। তৃতীয় গোলটি হয় বিরতির পরে, ৫৩ মিনিটে। এবারও লিস্টনের টাচে প্রতিপক্ষ দলের ডিফেন্স নড়ে গিয়েছিল।

এটিকে মোহনবাগানের হয়ে এ ম্যাচে খেলা শেষের ২০ মিনিট আগে পরিবর্ত হিসেবে নামেন অস্ট্রেলীয় ডেভিড উইলিয়ামস। তিনি নেমেই গোল করেন শুভাশিস বসুর পাস থেকে। উইলিয়ামসের গোলটিও মনে রাখার মতো।

বাংলাদেশের দলের বিপক্ষে বরাবর ভাল খেলে বাগান। তারা এর আগে আবাহনীকে হারিয়েছিল তিন গোলে, একটা সময় ব্লু স্টারকে হারায় ৫ গোলে। এবার সবুজ মেরুন দল শেষ করে দিল বসুন্ধরাকেও।

খেলা যত গড়িয়েছে ততই ভয়ঙ্কর হয়েছেন লিস্টনরা, আর বসুন্ধরা নিজেদের মেলে ধরতে পারেনি। তাদের ব্রাজিলীয় রবসনের শট বারে লেগে ফিরে আসে। না হলে সুবিধে করতে পারেনি খেলায়।

এ ম্যাচে এটিকে মোহনবাগানের একনম্বর গোলরক্ষক অমরিন্দর সিং বাদ গিয়েছেন দল থেকে। গোলে খেলেছেন অর্ষ আনোয়ার। সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয়েছে বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা ফারদিন আলি মোল্লা।

You might also like