
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের (ISL 2022) ডার্বিতে (Kolkata Derby) দারুণ ফুটবল উপহার দিল কলকাতার দুই প্রধান দল (ATK Mohun Bagan Vs East Bengal)। খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দুটি দল অনবদ্য ফুটবল খেলেছে।
বহুদিন পরে এমন মেজাজে বড় ম্যাচ হচ্ছে। শহরে ফুটবল জ্বর নিয়ে এল কলকাতার দুটি নামই দল। মাঠ ভরে গিয়েছে সমর্থকদের ভিড়ে। এই সুন্দর ফুটবলে মন ভরে গিয়েছে সমর্থকদের।
লাল হলুদের হয়ে দারুণ খেলছেন সার্থক গোলুই। ম্যাচের ৩৪ মিনিটে প্রতি-আক্রমণে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের বক্সের দিকে। কিন্তু সার্থকের জন্য লিস্টন সুযোগ কাজে লাগাতে পারলেন না।
হায়দরাবাদে বিদ্যুৎ বিভ্রাট, কলকাতা ডার্বি পিছিয়ে গেল ২০ মিনিট!
তিন জনকে ডজ করে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন হুগো বুমোস। তবে সার্থকের কারণে নিশ্চিত গোল করতে পারল না। খেলার গতি রয়েছে। দুই দলই আক্রমণ চালাচ্ছে। তবে কোনও দলই এখনও গোল পায়নি।
জনি কাউকো চোট পেয়েছিলেন, আবার ফিরে এসেছেন মাঠে। নিজেদের বাঁ-দিক থেকে আক্রমণ চালাচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিট পরেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মহেশ সিং নাওরেম সকলের নজর কাড়ছেন।
ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে গিয়েছিলেন লিস্টন। কিন্তু আক্রমণ আটকে দিল লাল হলুদ ডিফেন্স। খেলার ফল এটিকে মোহনবাগান-০, ইস্টবেঙ্গল-০।
দুটি দল কেউই কোনও দলকে ছেড়ে কথা বলেনি। ১৭ মিনিটের মাথায় একটি সুযোগ মিস করেন লিস্টন। ২১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল পেনাল্টির দাবি জানায়। ক্লেটন সিলভা বক্সের মধ্যে পড়ে গেলেও রেফারি শ্রীকৃষ্ণ কোনও আবেদনে কর্ণপাত করেননি। বলা যেতে পারে, সুবিধে পেয়েছে সবুজ মেরুন দল।
৩২ মিনিটে ফের দারুণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। এ বার ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার কাটিয়ে গোলে শট নিতে যাচ্ছিলেন বুমোস। কিন্তু সার্থক গোলুইয়ের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে ইস্টবেঙ্গল সেই যাত্রায় বেঁচে গিয়েছে।
যদিও নাওরেমের সেন্টার থেকে মহেশের শট বিশাল সেভ না করলে বাগান দূর্গে আঘাত আসতে পারত।
মোহনবাগানের একাদশ: বিশাল, প্রীতম, দীপক, শুভাশিস, আশিস, হামিল, কাউকো, দিমিত্রি, বোমাস, লিস্টন, মনবীর
ইস্টবেঙ্গল একাদশ: কমলজিৎ, সার্থক, লালচুংনুনগা, ইভান, জেরি, কিরিয়াকু, জর্ডান, মহেশ, হাওকিপ, ক্লেটন, ভিপি সুহের।