
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির (February) শুরুতে রাজ্যে (West Bengal) নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাল শীত (winter)। বৃহস্পতিবার সকালের দিকে কলকাতা ও জেলাগুলিতে গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা একটু বেড়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতেই শীতের প্রকোপ কমেছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। পরিষ্কার থাকবে আকাশও। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ জাঁকিয়ে না হলেও শীতের আমেজ বজায় থাকবে আরও কয়েকদিন। জানা গেছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। একইসঙ্গে বইবে উত্তুরে হাওয়াও।
অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ খানিক নীচের দিকেই থাকবে বলে জানা গিয়েছে। আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও।
বাংলার বাইরে উত্তর পশ্চিম ভারতে বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর ফের নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে দেশজুড়ে। এর প্রভাবে আগামীকাল, অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু কাশ্মীর, হিমাচলপ্রদেশ-সহ একাধিক পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হুগলির কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুই শ্রমিকের মৃত্যু, দুর্ঘটনার পরেই অফিসঘরে ভাঙচুর