Latest News

আদানির শেয়ারের দাম আদতে কত হওয়া উচিত, হিসাব করলেন অশ্বথ দামোদরন

দ্য ওয়াল ব্যুরো: আদানি এন্টারপ্রাইজের শেয়ারে রক্তপাত বন্ধ হয়নি। সোমবারও শেয়ার বাজার খুলতেই আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম (Adani’s share price) আরও পড়ে যায়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন তা কমতে কমতে ১৫০০ টাকার নিচে নেমে গেছে। শুক্রবার যখন শেয়ার বাজার বন্ধ হয় তখন আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৫৩১ টাকা। তা প্রায় ৬ শতাংশ দাম পড়ে গিয়ে তা ১৪৯৩ টাকায় দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভ্যালুয়েশন গুরু অশ্বথ দামোদরন (Aswath Damodaran) আদানির শেয়ারের দামের অদ্ভুত মূল্যায়ন (calculates) করলেন।

তাঁর বক্তব্য, হিন্ডেনবার্গ পরের কথা আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম খুব বেশি হলে ৯৪৭ টাকা হওয়া উচিত। অর্থাৎ বাজারে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম যা চলছে তার থেকে অন্তত ৩৫ শতাংশ দাম কম হওয়া উচিত বলে মত দামোদরনের।

ঘরোয়া বাজারে দামোদরনকে শেয়ারের মূল্যায়নের ব্যাপারে গুরু মানেন অনেকে। ফলে দামোদরনের এই মূল্যায়ন নিয়ে বাজারে হইচই পড়ে গিয়েছে। অবশ্য অশ্বথ দামোদরন এও বলেছেন, তার মানে এই নয় যে ভারতে পরিকাঠামো নির্মাণ ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান অযোগ্য। বরং দামোদরন তাঁর ব্লগে বলেছেন, হিন্ডেনবার্গ এটা বোঝাতে এত সময় লাগালো যে আদানির শেয়ারের দাম ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। আসলে শেয়ার বাজারে দাম বাড়িয়ে রাখা কোনও দুর্বুদ্ধি নাও হতে পারে। অনেক ইক্যুইটি ইনভেস্টরই আরও বেশি রিটার্নের আশায় এই ঝুঁকি নেয়।

তা হলে কেন আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম মাত্র ৯৪৭ টাকায় মূল্যায়ন করলেন দামোদরন?
দামোদরনের মতে এর কতগুলো কারণ থাকতে পারে। হতে পারে মুনাফা ঠিকমতো হচ্ছে না বা যে বিনিয়োগ করা হয়েছে তা থেকে ফেরত এখনও সেভাবে শুরু হয়নি। আবার লো মার্জিন ব্যবসার কারণেও তা হতে পারে।

ঠাকুরপুকুরে মহিলা ইএসআই কর্মীকে পিষে দিল বাস, নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন

You might also like