
দ্য ওয়াল ব্যুরো: আশা কর্মীদের (Asha Workers) বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বাঁধল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে (Swasthya Bhawan)। আশা কর্মী ইউনিয়ন মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান ডেকেছিল। সেই কর্মসূচি আটকাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু কয় আশাকর্মীদের। একজন অসুস্থও হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে।
স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নেওয়া আশা কর্মীদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য সরকার তাঁদের সঙ্গে তঞ্চকতা করছে। সব কাজে জুড়ে দেওয়া হচ্ছে আশাকর্মীদের। কিন্তু পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।
এক আশা কর্মী বলেন, ‘আমাদের কাজ মা ও শিশুদের যত্ন নেওয়া। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা থেকে সরকারের বিভিন্ন কাজের সমীক্ষা করা—সবেতে আমাদের জুড়ে দেওয়া হচ্ছে। অথচ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’ সেইসঙ্গে স্থায়ী কর্মীর মর্যাদা, স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ মোট ১২ দফা দাবি রয়েছে আশা কর্মীদের।
আশা কর্মীদের বেতনের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে এই সেদিনও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, কেন্দ্র হঠাৎ করেই আশা ও আইসিডিএসের মেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাই বলে তো আমি বন্ধ করে দিতে পারি না।
অন্যদিকে আশা কর্মীদের বক্তব্য, এই অগ্নিমূল্যের বাজারে তাঁরাও আর ওই সামান্য ক’টা টাকায় পেরে উঠছেন না। এদিন মহিলাদের উপর পুরুষ পুলিশরাও ঝাঁপিয়ে পড়েছিলেন বলে অভিযোগ আন্দোলনরত আশাকর্মীদের।
এর আগে একবার এই স্বাস্থ্য ভবনের অদূরেই অবস্থানে বসেছিলেন আশাকর্মীরা। তারপর দেখা গিয়েছিল মাঝরাতে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে ধর্মতলা, শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল। আশাকর্মীদের বক্তব্য, একাধিক বার স্বাস্থ্য ভবনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না।
মুর্শিদাবাদে ‘জবরদস্তি’ জমি নিচ্ছে আদানি, বিদ্যুৎ যাবে বাংলাদেশে, মামলা হল হাইকোর্টে