Latest News

স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি: ‘সিরাজ-উদ্-দৌলা, টিপুর লড়াইয়ের কথা ভুলে থাকছে দেশ, আক্ষেপ ওয়াইসি

দ্য ওয়াল ব্যুরো: দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন। কিন্তু স্বাধীনতার লড়াইয়ে (Freedom Struggle) মুসলিমদের (Muslims) অবদান সেভাবে প্রচারে আসছে না। আসাদ উদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) প্রশ্ন, সিরাজ-উদ্-দৌলা, টিপু সুলতানদের অবদান আমরা কি ভুলে যাচ্ছি?

হায়দরাবাদে একটি আলোচনাসভায় একথা বলেছেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, দেশের অজ্ঞ লোকজন এবং যারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ জাগিয়ে চলেছে, তাদের একটি ছবি আমরা দেখাতে চাই। তাদের বলতে চাই দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা কেমন ছিল।

ফের করোনা আক্রান্ত সনিয়া, তিন মাসে দ্বিতীয়বার

এরপর ১৭৫৭-র পলাশি যুদ্ধ থেকে ১৮৫৭-র মহা বিদ্রোহের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, বক্সারের যুদ্ধের কথা। ওয়েইসি বলেন, ১৯৪৭-এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু মনে রাখতে হবে, স্বাধীনতার চেতনা অর্জন হয়েছিল পলাশির যুদ্ধ, ১৮৫৭-র মহা বিদ্রোহর মতো যুদ্ধগুলির মাধ্যমে।

তিনি স্মরণ করেন, ১৭৬৪-এর জং-ই-বক্সার বা বক্সারের যুদ্ধের কথা। তোলেন ১৭৭৪-এর রোহিলা যুদ্ধ, ১৭৯৯-এ টিপু সুলতান লড়াইয়ের কথা। ওয়েইসির বক্তব্য, সিরাজ-উদ্-দৌলা, টিপু সুলতাদের আত্মবলিদান এবং যুদ্ধ ও বিদ্রোহ, মহা-বিদ্রোহগুলি স্বাধীনতার লড়াইকে প্রেরণা জুগিয়েছে। তাঁর আক্ষেপ, সিরাজ-উদ্-দৌলা, টিপু সুলতানের মতো মানুষের লড়াই, ত্যাগকে দেশ ভুলে যাচ্ছে।

You might also like