Latest News

ভারতে ছোটদের টিকাকরণ শুরু হচ্ছে, আর কোন কোন দেশে টিকা পাচ্ছে বাচ্চারা

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে সামনের মাসেই। বড়দিনে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেকথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ৩ জানুয়ারি থেকেই এদেশে ছোটদের টিকাকরণ শুরু হয়ে যাবে।

গত বছর জানুয়ারি থেকে দেশে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছিল। প্রথমে প্রথম সারির কোভিড যোদ্ধা এবং ষাটোর্ধ্ব নাগরিকরা টিকা পেয়েছেন। তারপর ধাপে ধাপে টিকা পেয়েছেন বাকিরা। এখনও দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের দুই ডোজের টিকাকরণ সম্পন্ন হয়নি। কিছুদিনের মধ্যেই টিকা পেতে শুরু করবে ছোটরাও।

কোভিডের বিরুদ্ধে আর কোন কোন দেশ ইতিমধ্যেই ছোটদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে দিয়েছে? ছোটদের ভ্যাকসিনে কোনও ঝুঁকি নেই তো?দেখে নেওয়া যায় কী বলছে পরিসংখ্যান।

জিম্বাবোয়ে

জিম্বাবোয়ে সরকার গত নভেম্বর মাসেই ছোটদের জন্য ভ্যাকসিনে সবুজ সংকেত দিয়েছে। সেখানে চিনে তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন পাচ্ছেন মানুষ। ১৬ এবং ১৭ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে নভেম্বর মাসে।

ইজিপ্ট

নভেম্বরের শুরুর দিকেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছিল ইজিপ্ট। কিছুদিন পর ভ্যাকসিন প্রাপকদের বয়সের নিম্নসীমা আরও কমিয়ে ১২ করা হয়েছে। সেখানে চলছে ফাইজার ভ্যাকসিনের টিকাকরণ।

ভিয়েতনাম

ভিয়েতনাম সরকার সেদেশের ১৫ থেকে ১৭ বছর বয়সিদের টিকাকরণ শুরু করেছে অক্টোবর মাসের শেষের দিকে। সেখানেও ফাইজার ভ্যাকসিন পাচ্ছেন সকলে।

মেক্সিকো

১৫ বছর বয়সিদের টিকাকরণ আগেই চালু হয়েছে মেক্সিকোতে। সেখানে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনকে ১২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য।

আমেরিকা

আমেরিকাতে কোভিডের বুস্টার ডোজ জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে ছোটদের জন্য। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার অন্তত ছয় মাস পর এই বুস্টার ডোজ পাচ্ছে মার্কিন মুলুকের ১৬ এবং ১৭ বছর বয়সিরা।

ছোটদের এই টিকাকরণে এখনও ঝুঁকির তেমন কোনও বড় ঘটনা সামনে আসেনি। টিকা নিয়ে সুস্থই থাকছে ১৮ বছরের কমবয়সিরা।

You might also like