Latest News

কর্মীদের উৎসাহ দেখে মঞ্চ থেকে নেমে এসে মাটিতে বসলেন মন্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: যুব তৃণমূলের জনসভায় ( Trimool Meeting ) ঘটে গেলে এক বিরল ঘটনা। কর্মীদের উৎসাহ দেখে সভামঞ্চ থেকে নেমে কর্মীদের সঙ্গে মেঝেতেই বসে পড়লেন মন্ত্রী অরূপ রায় ( Arup Roy )। রবিবাসরীয় বিকেলে এমনই ঘটনার সাক্ষী থাকল হাওড়ার ( Howrah ) যুব তৃণমূলের কর্মীরা।

এদিন শরৎ সদনে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছিল যুব তৃণমূল। কর্মীদের ভিড়ে থিক থিক করছিল গোটা হল। অনেকেই আসন না পেয়ে হলের মেঝেতে বসে পড়েছিলেন। অন্যদিকে মঞ্চের প্রধান অতিথির আসনে বসেছিলেন মন্ত্রী অরূপ রায়। কর্মীদের উদ্দীপনা দেখে তিনিও আচমকা মঞ্চ থেকে নেমে সকলের সঙ্গে মেঝেতে বসে পড়েন। শীর্ষ নেতাকে এভাবে পাশে পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা। মাটিতে বসেই মঞ্চে চলা বক্তব্য শোনেন অরূপবাবু। তারপর কর্মীদের উৎসাহ দিতে বক্তব্য রাখেন।

নাইট গার্ডের উপস্থিতিতে মন্দিরের তালা ভেঙে চুরি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

অরূপ রায় জানান, ‘আমি দলের একজন কর্মী। তাই অন্য কর্মীরা মাটিতে বসে থাকবেন আর আমি চেয়ারে বসব, এটা ঠিক নয়। দলে সমস্ত কর্মীদের সমান অধিকার আছে।’

তাঁর বক্তব্যে অরূপবাবু বিজেপি ও অন্যান্য বিরোধীদলগুলির বিরুদ্ধে সরব হন। আগামীদিনে বিরোধীদের বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামার বার্তা দেন।

You might also like