
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট (Indian Cricket) তোলপাড় অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) ক্যাচ মিস (Arshdeep Dropped Catch) নিয়ে। খেলার ১৮তম ওভারে এই তরুণ পেসার সহজ ক্যাচ মিস করতেই নানা প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় অর্শদীপের ক্যাচ মিস নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন।
সবচেয়ে বড় বিষয় হল, ভারতের এই বোলারের উইকিপিডিয়ায় খালিস্তানি যোগের কথা বলা হয়েছে। কেউ এর মধ্যেই ওই পেজে গিয়ে এডিট করে অর্শদীপের নামের পাশে খালিস্তানি সংস্রব যুক্ত করে দিয়েছে।
শিক্ষক দিবসে গুরু গ্রেগকে শুভেচ্ছা সৌরভের! বাদ গেলেন না বাকি কোচরাও, দেখুন ভিডিও
ভারত-পাক ম্যাচে হারের পরে ভিলেন হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্শদীপকে। তিনি কী করে এমন সহজ ক্যাচ ফেলে দিলেন, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইটি মন্ত্রককে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে, অর্শদীপের নামের পাশে কী করে খালিস্তানি যোগের পিছনে পাকিস্তানের হাত থাকতে পারে।
সোশ্যাল মিডিয়ায় অবশ্য ভারতের তরুণ তারকার প্রতি নানা মন্তব্য এসেছে। কেউ কেউ লিখেছে, ভারত-পাক ম্যাচে খেলা সহজ কাজ নয়, স্নায়ু না তৈরি থাকলে এ ম্যাচ খেলা ঠিক নয়। আসিফ আলির ক্যাচ ফেলে দেন ওই উঠতি তারকা।
ভারতীয় দলের ক্রিকেটাররা সবাই প্রায় এই তরুণ পেসারের পাশে দাঁড়িয়েছেন। বিরাট কোহলি খেলা শেষে জানিয়েছেন, ‘‘এমন ভুল সকলের হতে পারে। চাপের মধ্যে যে কারও সঙ্গে এটা হতে পারে। এটি একটি বড় ম্যাচ ছিল, তাই পরিস্থিতি বারবার বদল ঘটেছে।’’
কোহলি নিজের তুলনা টেনে বলেছেন, আমিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক দলের বিপক্ষে ভুল শটে আউট হয়েছিলাম। সেই নিয়ে প্রবল কথা হয়েছিল। এবারও কেউ ভুল করেছে হয়তো, কিন্তু দলের ম্যানেজমেন্ট ভালভাবে পরিস্থিতি আয়ত্ত্বে এনেছে।
শুধু কোহলিই নন, অর্শদীপের পাশে থেকেছেন হরভজন সিং, ইরফান পাঠানরাও। ইরফান লিখেছেন, ‘অর্শদীপ খুব মানসিকভাবে শক্তিশালী এক ক্রিকেটার, এমনই থাক।
হরভজন আবার লিখেছেন, কেউ ইচ্ছে করে ক্যাচ মিস করে না। তাই এই বিষয়টিকে অতটা গুরুত্ব না দিলেও চলবে। ভুল থেকে শিক্ষা নিয়ে যে এগিয়ে যেতে পারে, সেই আসল ক্রিকেটার। পাক প্রাক্তন তারকা মহম্মদ হাফিজ বলেছেন, অর্শদীপের আগে কেউ কী কোনও ক্যাচ মিস করেনি। কারওর ভুল নিয়ে এমন উপহাস করা উচিত নয়।