Latest News

মুম্বই ছাড়ছেন শচীন পুত্র অর্জুন, পা বাড়ালেন গোয়ার পথে

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই রঞ্জি (Ranji) দলে নিয়মিত নন। এমনকি গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি। সেই কারণে অনেকটা অভিমানাহত হয়ে অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) মুম্বই ছেড়ে দেওয়ার বিষয়ে মনস্থ করেছেন।

আগামী ঘরোয়া মরসুমে গোয়ার হয়ে খেলতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে। এই বাঁ-হাতি ফাস্ট বোলার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন। তিনি ২০২-২১ সালে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা এবং পুদুচেরির বিপক্ষে দু’টি ম্যাচও খেলেছিলেন।

ডুরান্ডের ডার্বির অনলাইন টিকিট শেষ আধঘন্টায়, তাঁবুর টিকিটই ভরসা

ইতিমধ্যেই শচীন-পুত্র মুম্বই ক্রিকেট সংস্থার কাছে রিলিজ অর্ডারের আবেদন করেছেন।  এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শচীন পুত্র অর্জুন জীবনে একটি অন্যতম চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। তিনি নিজের লক্ষ্যের বিষয়ে অবিচল রয়েছেন।

বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন অর্জুন। সব থেকে বড় বিষয় হল, মুম্বই সিনিয়র দলে তাঁকে দেখাই হল না। তার আগেই তারকে ছেঁটে ফেলা হয়েছে।

You might also like