
দ্য ওয়াল ব্যুরো: কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে আপত্তি করে বিদ্রোহী হয়ে উঠেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুনের সেই বিপ্লবে সম্ভবত কাজ হতে চলেছে। সূত্রের খবর, পাটের দামের উর্ধ্বসীমা তুলে দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এ ব্যাপারে শুক্রবার বিস্তারিত ঘোষণা করতে পারে কেন্দ্র।
কেন্দ্রের এই পদক্ষেপে অর্জুনের (Arjun Singh) বড় জয় হল বলেই মনে করা হচ্ছে। বস্তুত পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে আপত্তি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অর্জুন। তিনি মমতাকে বলেছিলেন, আপনি লড়াই করুন, আমি আপনার পাশে থাকব। তা থেকে অনেকেরই ধারণা হয়েছিল যে অর্জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন। এই পরিস্থিতিতে অর্জুনকে দিল্লিতে ডেকে পাঠান বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েল। গত সোমবার নয়াদিল্লিতে এ ব্যাপারে বৈঠক ছিল। ওই বৈঠকে জুট শিল্পের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে বৈঠক থেকে বেরিয়ে অর্জুন বলেছিলেন, ললিপপে ভুলছি না।
আরও পড়ুন: সিআরপিএফ নজরদারির মেয়াদ আরও বাড়ল আচার্য সদনে, শুক্রবার পর্যন্ত কেউ ঢুকতে পারবেন না
গত বছর সেপ্টেম্বর মাসে জাতীয় জুট কমিশনার কাঁচা পাটের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছিলেন। কুইন্টাল প্রতি পাটের দাম ৬৫০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল। তা নিয়ে আপত্তি করেছেন অর্জুন (Arjun Singh)।
অর্জুনের বিরোধিতা নিয়ে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের পাল্টা মতও ছিল। তাঁদের বক্তব্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকেই পাটের দামের উর্ধ্বসীমা কুইন্টাল প্রতি ৬০০০ টাকা স্থির করে দিয়েছিল। তা জুট কমিশনারের বেঁধে দেওয়া দামের থেকেও কম। কই তখন তো আপত্তি করেননি অর্জুন সিং। বস্ত্র মন্ত্রকের একটি সূত্রের এও বক্তব্য, প্রতি কুইন্টাল পাট উৎপাদনের খরচ ২৮৩২ টাকা। পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৪৫০০ টাকা। সেই তুলনায় ৫০ শতাংশ মুনাফা রেখে পাটের দামের উর্ধ্বসীমা স্থির করা হয়েছিল।
তবে এই সব তর্ক যাই থাকুক, কেন্দ্র পাটের দামের উর্ধ্বসীমা তুলে দিলে তা অর্জুনের জয় বলেই বিবেচিত হবে। পর্যবেক্ষকদের মতে, তার মানেই যে অর্জুন তৃণমূলের দিকের দরজা বন্ধ করে দেবেন তা হয়তো নয়। ওই বিকল্প পথ এর পরেও খোলা থাকবে বলে ধরে নেওয়া যেতে পারে।