Latest News

Arjun Singh: অভিষেকের দফতরে অর্জুন, কিছুক্ষণেই আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তৃণমূলে

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে ‘দ্য ওয়ালে’ যা লেখা হয়েছিল রবিবার বিকেলে সেটাই সত্যি হতে চলেছে। তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিংহ (Arjun Singh)। শেষপর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন তিনি। কিছুক্ষণের মধ্যে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন, বিজেপি ছেড়ে যোগ দেবেন তৃণমূলে।

আজ, রবিবার সকালে অর্জুন (Arjun Singh) বলেন, ‘‘আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে।”

এরপর অর্জুন (Arjun Singh) আরও বলেন, “এমন কোনও কথা বা কাজ নেই যে আপনারা জানতে পারবেন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলাই যায় শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’’

রবিবার সকালেই অর্জুন সিংয়ের টুইটে নতুন ইঙ্গিত খুঁজে পায় ওয়াকিবহাল মহল। টুইটে শায়েরী লেখেন ব্যারাকপুরের সাংসদ। সেই শায়েরীতে ছিল ঝড়ের অনুকূলে নৌকো বয়ে নিয়ে যাওয়ার বার্তা।

শেষমেশ সমস্ত জল্পনা সত্যি হল, সত্যি হল দ্য ওয়াল-লিখন।

সম্প্রতি কিছু সময় ধরে অর্জুন সিংকে বেসুরো শোনাচ্ছিল। পাট নিয়ে নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে যুদ্ধংদেহি মেজাজে নেমেছিলেন অর্জুন। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, যৌথ আন্দোলন চান। কারণ প্লাস্টিক লবিকে তুষ্ট করতে পাট শিল্পকে তুলে দিচ্ছে কেন্দ্র।

তখন থেকেই বোঝা যাচ্ছিল অর্জুনের নৌকো উল্টো স্রোতে বইতে শুরু করে দিয়েছে। রবিবারই সেই মাহেন্দ্রক্ষণ এসেছে।

দাগি ক্রিমিনাল বলেছিলেন অর্জুনকে, আজ জ্যোতিপ্রিয় বললেন ‘নৈতিক জয়’

You might also like