
দ্য ওয়াল ব্যুরো: শেষ মুহূর্তে নাটকীয় কোনও সিদ্ধান্ত বদল না হলে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে পারেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁকে সাড়ম্বরে সামিল করা হতে পারে জোড়াফুলে।
আরও পড়ুন: কুণালের সঙ্গে অধীরের কথা মিলে গেল, ‘ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরা দরকার’
তৃণমূল সূত্রে খবর, পঞ্জিকায় যেমন অমৃতযোগ, মাহেন্দ্রযোগ থাকে, তেমনই রবিবার অর্জুনের (Arjun Singh) তৃণমূলে ফেরার ‘যোগ’ এখনও পর্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়। শেষ পর্যন্ত তা হচ্ছেই কিনা তা রবি-দুপুরেই স্পষ্ট হবে। আরও বড় কৌতূহলের বিষয় হল, অর্জুন কি একা ফিরবেন? নাকি ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা তাঁর ছেলে পবন সিংকে নিয়ে তৃণমূলে সামিল হবেন। ঠিক যেভাবে মুকুল রায় সপুত্র ফিরেছিলেন তৃণমূলে।

বস্তুত, রাজনীতিতে শেষ মুহূর্তে যে অনেক কিছু বদলে যেতে পারে তা অর্জুন সিংয়ের (Arjun Singh) থেকে ভাল আর কে জানে! ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অর্জুন সিং আশা করেছিলেন লোকসভা ভোটে ব্যারাকপুর আসন থেকে তাঁকে প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে দিদির বাড়িতে প্রার্থী ঘোষণার প্রাক মুহূর্তে কোর গ্রুপের বৈঠকেও উপস্থিত ছিলেন অর্জুন। কিন্তু শেষমেশ দেখতে পান তালিকায় তাঁর নাম নেই।
অর্জুন সেদিন গোমড়া মুখে বেরিয়েছিলেন কালীঘাট থেকে। তার ৪৮ ঘণ্টার মধ্যে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তার পর লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাস্ত করেছিলেন অর্জুন সিং।
কিন্তু এবার বিধানসভা ভোটের পর থেকে স্পষ্ট ব্যারাকপুর লোকসভা অঞ্চলে অর্জুনের ব্যক্তিগত দাপট ক্ষয়িষ্ণু। লোকসভার সাতটি আসনের মধ্যে ৬টিতেই হেরেছে বিজেপি। অর্জুন তাঁদের জেতাতে পারেননি। তাঁর সঙ্গে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা অনেকেই তৃণমূলে ফিরে গিয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে পড়ে রয়েছেন, অর্জুন ও তাঁর ছেলে পবন।
এই ঘরে ফেরার ‘যোগ’ নিয়ে শনিবার অর্জুনের প্রতিক্রিয়া জানতে চেয়ে ফোন করা হয়েছিল। অর্জুন ফোন ধরেননি। অর্থাৎ সম্ভাবনার কথা তৃণমূলের মধ্যে চাড়িয়ে গিয়েছে, তার রহস্যভেদ করেননি। দেখা যাক, রবিবার তিনি লক্ষ্যভেদ করেন কিনা।