Latest News

Arjun Singh Joining TMC: বাবুলের সঙ্গে অর্জুনের ফারাক থাকতে পারে, স্পষ্ট হবে রবিবার

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে রাজনীতি সম্ভাবনার খেলা। সেই খেলায় রীতিমতো চমক দিয়ে রবিবার বিকেলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) তৃণমূলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। তবে সূত্রের খবর, বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূলে যোগ দেওয়া আর অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরার মধ্যে একটা মৌলিক ফারাক থাকতে পারে।

সেটা কী?

আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু বাবুল তৃণমূলে যোগ দেওয়ার আগে নৈতিকতার পরিচয় দিয়েছিলেন। বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফার চিঠি তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। অর্জুন সিং (Arjun Singh) সম্ভবত এখনই সে পথে হাঁটবেন না। তাঁর সঙ্গে তাঁর ছেলে তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং তৃণমূলে যোগ দিতে পারেন। তবে পবনও বিধানসভায় বিজেপি বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দেবেন কিনা তা নিশ্চিত নয়।

আরও পড়ুন: বাংলায় বিজেপি রয়েছে শুধু ফেসবুকে, বুথে নেই: অর্জুন সিং

তৃণমূলের একটি সূত্রের দাবি, অর্জুন (Arjun Singh) লোকসভার সাংসদ পদ থেকে এখনই ইস্তফা দিতে নাও পারেন। ঠিক যেমন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার মঞ্চে উঠে দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন, কিন্তু তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। তেমনই করতে পারেন অর্জুন।

আরও পড়ুন: অর্জুনের লক্ষ্যভেদ! রবিবাসরীয় দ্বিপ্রহরে তৃণমূলে ফেরার ‘যোগ’

রাজনৈতিক সূত্রে এও জানা যাচ্ছে, অর্জুনকে বিজেপিতে ধরে রাখার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা। সেই দৌত্য শনিবার রাতেও চলেছে। বাবুলের সঙ্গে অর্জুনের অবস্থানের কোনও ফারাক থাকচ্ছে কিনা রবিবার তা স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

You might also like