
দ্য ওয়াল ব্যুরো: আইফোনের ব্যবহারকারীরা শিগগিরই হাতে পেতে চলেছেন ওয়ারলেস চার্জার (iPhone Wireless Charger)। অর্থাৎ তারের জাল থেকে মুক্তি পেতে চলেছেন আইফোন ব্যবহারকারীরা। তবে আইফোনের এই ওয়ারলেস চার্জারের ধারণা নতুন নয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপেল সেই ফিচার বাজারে আনতে পারেনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যাপেল (Apple) ফের নতুন করে ওয়ারলেস চার্জার নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।
টেক ওয়েবসাইটগুলি সূত্রে খবর, অ্যাপেল শিগগিরই এই চার্জার নিয়ে আসছে। আইফোনের নতুন মডেলগুলোতে এই চার্জার পাওয়া যাবে। অ্যাপেল চেষ্টা করেছিল আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের সঙ্গে এই চার্জার দেওয়ার। কিন্তু ডেডলাইন মিস করায় সেটা সম্ভব হয়নি।
তবে ফের এই চার্জার নিয়ে নতুন করে কাজ শুরু করতে চলেছে অ্যাপেল। মার্কিন এই টেক কোম্পানির তরফে জানানো হয়েছে, একটি অনন্য ‘ওয়ারলেস পাওয়ার আউট’ তৈরি করা হচ্ছে। এটা বর্তমানে অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে।
সূত্রের খবর, অ্যাপেল শিগগিরই নতুন চার্জার বাজারে আনবে। আশা করা হচ্ছে, অ্যাপেল ১৫-র মডেলে এই চার্জার পাওয়া যাবে। চার্জারের নিজস্ব কিছু বৈশিষ্ট্যও থাকবে। যা ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। যদিও ফিচারগুলি সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
সার্চ হিস্ট্রি জমছে, ডিলিট করতে ভুলে যান? গুগল ক্রোমে নয়া ফিচারে মিলবে সমাধান