Latest News

বিবিসির তথ্যচিত্র বিভাজন তৈরি করছে, দেশেও নিষিদ্ধ করা হোক, সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে মামলা

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে হিংসা এবং সে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক চরম আকার নিয়েছে। এই আবহে ব্রিটিশ ওই সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ করার দাবি জানিয়ে সরব হয়েছে ‘হিন্দু সেনা’। বিবিসি-র (BBC) তৈরি বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ ভারতেও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ‘হিন্দু সেনা’ সভাপতি বিষ্ণু গুপ্ত এবং বীরেন্দ্রকুমার সিংহের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

কট্টর হিন্দুত্ববাদী দলটির প্রধান বিষ্ণু গুপ্তের বক্তব্য, বিবিসি (BBC) এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কিছু দিন আগেই কেন্দ্রের তরফে বিবিসি-র তথ্যচিত্রের লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। পাশাপাশি, আইটি রুলস ২০২১-এর জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৫০টির মতো টুইট তুলে নেওয়ার জন্যও কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়।

বিবিসি এবং ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধে তদন্ত করার আর্জি জানিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী এমএল শর্মা। তিনি বলেছেন, তথ্যচিত্রটিতে নিষেধাজ্ঞা জারি করার এই সিদ্ধান্ত পুরোপুরি অসাংবিধানিক। ব্রিটেনের জাতীয় সম্প্রচারকারী এই সংস্থার মত প্রকাশের স্বাধীনতা আছে। এইসব মামলার শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে।

পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তিতে বিশ্ব ব্যাঙ্কের নাক গলানো একেবারেই পছন্দ নয়, বলল ভারত

বস্তুত, গত সপ্তাহে বিশ্বজুড়ে মুক্তি পায় বিবিসির তথ্যচিত্র। গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার তথ্যচিত্র ‘ইন্ডিয়া:দ্য মোদী কোয়েশ্চন’-এ। তথ্যচিত্রচির প্রথম পর্বে দাবি করা হয়েছিল, গুজরাত হিংসার সঙ্গে যোগ রয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রীর। ভারতীয় মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাবও রয়েছে মোদীর, এমনটাও দাবি করা হয় ওই তথ্যচিত্রে। দ্বিতীয় পর্বেও তার ব্যতিক্রম হয়নি। তথ্যচিত্রটির প্রসঙ্গে সরকারের তরফে দাবি করা হয়, ব্রিটিশ সংবাদমাধ্যমের ওই তথ্যচিত্রটি আসলে ভারত বিরোধী এবং ভারতকে বদনাম করার চেষ্টা। দেশেও এই তথ্যচিত্রটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে নানা মহল থেকে।

You might also like