Latest News

কলকাতায় ক্যাবের তলায় চাপা পড়ল ৪ কুকুর ছানা, বেপরোয়া গতিতে ছুটছিল গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) রাস্তায় বিকেলে খেলে বেড়াচ্ছিল চারটি কুকুরছানা (puppies)। বুঝতে পারেনি যে দূর থেকে ছুটে আসছে মৃত্যুফাঁদ। তারা নিজেদের মধ্যে খেলার সময় হঠাৎই এক ব্যক্তি অ্যাপ ক্যাব (app cab driver) নিয়ে এসে পিষে দেয় বাচ্চাগুলিকে। তাদের কারও গায়ের রং ঘন কালো, কারও আবার বাদামি বর্ণের। কিন্তু রাস্তা তখন ভেসে যাচ্ছে লাল রক্তে। ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার পোস্তা এলাকায়।

গাড়ি চাপা দিয়ে চারটি কুকুরকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই ক্যাব চালককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সমীর সর্দার। গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার পোস্তা এলাকার কে কে টেগোর স্ট্রিটে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এলাকার বাসিন্দারা বলছেন, ঘটনারপর থেকেই নিজের বাচ্চাগুলোকে খুঁজে চলেছে মা কুকুরটি। করুণ সুরে ডেকে নিজের শাবকদের খোঁজার চেষ্টা চালাচ্ছে সে। জানা গেছে, বাচ্চাগুলোর মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। ওদের মৃত্যুতে মন খারাপ এলাকার বাসিন্দাদেরও।

সূত্রের খবর, অভিযুক্ত চালক সমীর সর্দার ক্যাব নিয়ে যাত্রী ছাড়তে পোস্তায় গিয়েছিলেন। ফেরার পথে কে কে টেগোর স্ট্রিটে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় খেলতে থাকা চার কুকুর শাবককে একসঙ্গে পিষে দেয় গাড়িটি। চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন এলাকাবাসীরা। দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চারটি শাবক। রক্তে তখন ভেসে যাচ্ছে চারপাশ। বাসিন্দারা জল দিয়ে তাদের শুশ্রূষার চেষ্টা করলেও বাঁচানো যায়নি বাচ্চাগুলিকে।

এরপরই গাড়িটিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর যায় পোস্তা থানায়। সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ এসে গণধোলাইয়ের হাত থেকে বাঁচিয়ে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষে স্বতঃপ্রণোদিতভাবে পোস্তা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃত চালকের জামিন মঞ্জুর করেন বিচারক।

শ্রীভূমির সামনে বড়সড় দুর্ঘটনা, বেসামাল গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল আরও তিনটি গাড়ি

You might also like