
দ্য ওয়াল ব্যুরো: আগ্রার নাম বদলে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে! এটা নিশ্চয় গুজব!– এমনটাই টুইট করলেন অপর্ণা সেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্ত কার?
সম্প্রতি এলাহাবাদ, ফৈজাবাদের পর এবার আগ্রার নাম বদল করতে চাইছে উত্তরপ্রদেশের যোগী সরকার। তাদের দাবি, ঐতিহাসিক আগ্রার নতুন নাম হোক অগ্রবন। এটাই নাকি এককালে আগ্রার নাম ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্যে অনুরোধ করা হয়েছে ইতিমধ্যেই।
অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষকরা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘অগ্রবন’ নামটির কোনও ঐতিহাসিক গুরুত্ব নেই। আগ্রার আগের নাম অগ্রবন ছিল বলে ইতিহাসে কোথাও উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আগ্রা জেলা প্রশাসনও জানিয়ে দিয়েছে, অগ্রবন নামের কোনও ইতিহাস খুঁজে পাওয়া যায়নি।
নাম বদলের সিদ্ধান্ত নিয়ে অবশ্য তার আগে থেকেই সরব হয় নেটিজেনদের একাংশ। কোনও ঐতিহাসিক জায়গার নাম এভাবে বদলানো যায় না বলেই জানান তাঁরা। সেই সুরেই টুইট করলেন অপর্ণা সেনও। তিনি লিখেছেন, “গুজব শুনছি আগ্রার নাম নাকি বদল করা হবে? আশা করি এটা গুজবই, সত্যি নয়। কে এই সিদ্ধান্ত নিলেন? আমরা দেশের করদাতা নাগরিক, তাঁদের মত না নিয়ে এমনটা কী ভাবে করা যায়? আমরা মোটেও আগ্রার নাম বদলে অন্য কোনও কিছু করতে দেব না।”
দেখুন টুইট।
Hearing rumours that the name of Agra will be changed? Hope that's all it is, a rumour? Who takes these decisions? How can they do so without consulting us, the tax-paying citizens of India? We WILL NOT let the name Agra be changed to any other!
— Aparna Sen (@senaparna) November 21, 2019
অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সুগম আনন্দ জানিয়েছেন, যোগী সরকারের আবেদন খতিয়ে দেখার পরে ইতিহাসে এমন কোনও ইঙ্গিত মেলেনি, যে ঠিক কোন সময় থেকে এই জায়গাটির নাম বদলে আগ্রা করা হয়েছিল। আগ্রা নাম যে পরিবর্তিত, তার কোনও তথ্য মেলেনি কোথাও।
তবে মোঘল সম্রাট আকবরের সময়ে জায়গাটিকে আকবরবাদ বলে ডাকা হতো বলে জানা যায়। সেই সূত্র ধরেই আগ্রার কিছু উর্দুভাষী কবিদের ‘আকবরবাদী’ নামে ডাকা হয় এখনও। তবে সেটা সেই জায়গার নাম নয়। জায়গার নাম আগ্রাই, আকবরের পরিচিতিতে তাকে ভূষিত করা হয়েছিল দ্বিতীয় নামে। ১৫০৪ খ্রিস্টাব্দে সিকন্দর লোধি ভারতে আসার আগেও জায়গাটির নাম আগ্রাই ছিল।
অন্য দিকে, ইতিহাসবিদ তরুণ শর্মার মতে, উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলের ২৪টি বনের মধ্যে একটি বনের নাম ছিল অগ্রবন। বৃন্দাবনের মতোই অগ্রবন। কিন্তু সেটা আলাদা জায়গা। আগ্রার নাম কখনই অগ্রবন ছিল না। দীর্ঘ বছরের ইতিহাসে আগ্রা শহরটি আগ্রা নামেই পরিচিত। অন্য কোনও নাম বদলে তাকে আগ্রা করা হয়নি।
আরও পড়ুন…
https://www.four.suk.1wp.in/news-aparna-sen-tweets-for-jnu-that-she-wants-her-tax-to-contribute-for-study/