
পরিবার সূত্রের খবর, কয়েক দিন আগে ‘ঘরে বাইরে আজ’ ছবির শ্যুটিংয়ের কাজে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখানেই শ্যুটিং চলাকালীন পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পান অপর্ণা। সঙ্গে সঙ্গে দিল্লিরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়।
কিন্তু কলকাতায় ফেরার পরে ফের অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি ভর্তি করতে হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, অভিনেত্রীর অবস্থা এখন স্থিতিশীল। তবে কয়েক দিন বিশ্রাম নিতে হবে তাঁকে। ফলে কাজ থেকেও সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।