
তেহরানের ইসলামিক রেভলিউশন অ্যান্ড হোলি ডিফেন্স মিউজিয়ামে এক এক্সিবিশনের উদ্বোধন উপলক্ষে ভাষণে সালামি এই কথা বলেন।
বহুদিন আগেই আমেরিকা ইরান, ইরাক ও উত্তর কোরিয়াকে শয়তানের অক্ষ বলে চিহ্নিত করেছিল। আমেরিকার অভিযোগ, গোপনে গণবিধ্বংসী অস্ত্র বানানোর চেষ্টা চালাচ্ছে তেহরান। সম্প্রতি ইরান থেকে তেল কেনার ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। অনেকেই আশঙ্কা করছেন, অদূর ভবিষ্যতে ইরানের ওপরে আক্রমণ চালাতে পারে আমেরিকা। সেই পরিপ্রেক্ষিতে আমেরিকাকে হুমকি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের কম্যান্ডার।