Latest News

অনুব্রত জেলা থেকে জেলে ফিরলেন, আপাতত আসানসোলেই কেষ্ট

দ্য ওয়াল ব্যুরো: আট দিন জেলার ভূখণ্ডে কাটিয়ে মঙ্গলবার ফের আসানসোল জেলে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আপাতত এই জেলেই থাকবেন তিনি। অন্তত ৯ জানুয়ারি পর্যন্ত অন্য কোথাও যেতে হবে না কেষ্ট মণ্ডলকে।

এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আসানসোল জেলে (Asansol Jail) নিয়ে আসা হয় অনুব্রতকে। দুবরাজপুর থেকে সড়কপথে ছ’টি পুলিশের গাড়ির কনভয় অনুব্রতকে আসানসোল জেলে নিয়ে যায়। তবে জেলে ঢোকার সময়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি কেষ্ট।

শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়েছিল দুবরাজপুর থানা। আট দিনের হেফাজত শেষে মঙ্গলবার কেষ্টকে আদালতে তোলা হয়। এদিন ওই মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১ জানুয়ারি অনুব্রতকে আদালতে পেশ করতে হবে। তারপর তাঁকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হয়।

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে রাউস অ্যাভিনিউ আদালতের অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তার পরের দিনই শিবঠাকুরের মামলায় অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ফলে সেই মুহূর্তে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে থমকে যেতে হয় ইডি-কে।

এরমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার হয়ে সওয়াল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। হাইকোর্টে বলা হয়, রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নেই বাংলার মামলায় ইডিকে এই ধরনের অনুমতি দেওয়ার। শেষ পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। ওই দিন পর্যন্ত আসানসোল জেলই ঠিকানা কেষ্ট মণ্ডলের।

অনুব্রত জামিন পেলেন শিবঠাকুরের মামলায়, এবার কোথায় যাবেন কেষ্ট?

You might also like