
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ভারতীয় মেয়ে কুস্তিগীর হিসেবে ইতিহাস লিখলেন অন্তিম পাঙ্গল (Antim Pangal)। বুলগেরিয়ার সোফিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (world junior wrestling) সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন ১৭ বছরের এই মেয়ে। আগেরবারও এই টুর্নামেন্টে পদক জিতেছিলেন তিনি। যদিও সেটা ব্রোঞ্জ ছিল। এদিন সেই ব্রোঞ্জ পাল্টে গেল সোনায়।
হরিয়ানার অন্তিম ৫৩ কেজি বিভাগে এই নজির গড়েছেন। শনিবার ফাইনালে কাজাখস্তানের আলটিন শাগায়েভাকে দাঁড়াতেই দেননি তিনি। ৮-০ তে শেষ করলেন এদিনের ফাইনাল। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই ২ পয়েন্ট তুলে নেন অন্তিম। ম্যাচ শেষে অন্তিম জানান, ম্যাচে কে তাঁর বিপক্ষ তা নিয়ে তিনি কখনই ভাববেন না। তিনি বলেন, “আমি সব সময়ই নিজের কৌশলের ওপর বেশি জোর দিই।”
অন্তিমের জয়ে দেশজুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে। প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে এই নজির গড়ে স্বভাবতই খুশি অন্তিম ও তাঁর পরিবার। টিভির পর্দায় নিজের মেয়ের এই কীর্তি দেখে চোখে জল এসেছে পরিবারের অনেকেরই।
ক্রিকেটকে ‘বাই বাই’ ঝুলনের! ইংল্যান্ড সফরের পর লর্ডসেই থামবে ‘চাকদহ এক্সপ্রেস’