Latest News

শাহরুখের বাংলোয় এনসিবি হানা! জেল থেকে ছেলেকে দেখে ফেরার পরেই হাজির গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার জামিন পাননি আরিয়ান খান। তাঁকে দেখতে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (SRK)। আর ছেলের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই মন্নতে হাজির হল এনসিবি।

কলকাতা মেট্রোতে যুক্ত হচ্ছে আরও নতুন রেক

সূত্রের খবর, মন্নতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা এদিন দুপুরে পৌঁছে গেছেন। কিন্তু কেন তাঁরা মন্নতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। কাউকে জিজ্ঞাসাবাদ করতে নাকি কোনও অনুসন্ধান চালাতে গেছেন এনসিবি কর্তারা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে এনসিবির আরও এক দল চলে গিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়ি। সেখানেও তাঁরা তল্লাশি চালিয়েছেন। আদালতে আরিয়ানের জামিনের বিরোধিতা করতে গিয়ে এনসিবি একাধিকবার অনন্যা পাণ্ডের নাম তুলেছে। বলা হয়েছে, আরিয়ানদের হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁর উল্লেখ পাওয়া গেছে। অনন্যা পাণ্ডেকেও জেরা করা হবে।

মাদক মামলায় গত ১৪ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন আরিয়ান খান। বুধবারও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। এবার মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আরিয়ান।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like