Latest News

এবার দল ছাড়ার ইঙ্গিত কর্ণের, বললেন, কংগ্রেসে আছি বটে, তবে যোগাযোগ নেই

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদের পর জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) আরও এক কংগ্রেস নেতা এবার দল ছা়ড়ার ইঙ্গিত দিলেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং একদা ‘গান্ধী পরিবারের লোক’ কর্ণ সিংহ (Karan Singh)।

জন্মু-কাশ্মীরের শেষ মহারাজা হরি সিংহের ছেলে ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কর্ণ সিংহও সংবাদমাধ্যমের কাছে কংগ্রেস সম্পর্কে তাঁর অসন্তোষের কথা বলেছেন। তিনি বলেন, আমি ১৯৬৭ সাল থেকে এই দলের সঙ্গে যুক্ত। কিন্তু আজ দলের সঙ্গে আমার যোগাযোগ নগণ্য, নেই বললেই চলে।

তিনি আরও বলেন, ‘গত আট-দশ বছর আমি সংসদ সদস্য নই। আমাকে ওয়ার্কিং কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে।’ এই সঙ্গে জানান, ‘হ্যাঁ, আমি কংগ্রেসে আছি। কিন্তু আমার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। আমার সঙ্গে কেউ কথা বলে না। পরামর্শ চায় না। আমি আমার কাজ করি। দলের সঙ্গে আমার যোগাযোগ নগণ্য।’

কর্ণ সিংহের এই বক্তব্যকে কংগ্রেস ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। তিনি ১৯৬৭ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কেন্দ্রের কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। তাৎপর্যপূর্ণ হল সদ্য কংগ্রেস ছেড়ে যাওয়া জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের মতো কর্ণ সিংহের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধুর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি কর্ণ সিংহের লেখা একটি বই উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানে উপত্যকার এই নেতার ভূয়সী প্রশংসা করেন মোদী। গুলাম নবির মতো কর্ণ সিংহও জন্মু-কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ মর্যাদার ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করেছেন। যদিও কংগ্রেস দলগতভাবে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

ভারত জোড়ো: সবজি বিক্রেতার কাছে ২ হাজার দাবি, তিন কর্মীকে বহিষ্কার করল কেরল কংগ্রেস

কর্ণ সিংহ দল ছাড়ার বিষয়ে মুখ না খুললেও নিজের অসন্তোষ ব্যক্ত করতে গিয়ে বলেছেন, কংগ্রেস ঠিকঠাক চলছে না। নাম না করলেও এই বক্তব্যের মাধ্যমে গুলাম নবির মতো তিনিও সনিয়া ও রাহুল গান্ধীকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। গুলাম নবি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি পৃথক দল গড়বেন। কর্ণ সিংহ কংগ্রেস ছাড়লে অবশ্য দল গড়ার সম্ভাবনা কম। কারণ, তাঁর সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক উচ্চতা, কোনওটাই জোরদার নয়। তিনি দল ছাড়লে গুলামের পার্টি অথবা বিজেপিতে যেতে পারেন।

You might also like