Latest News

হাওড়ায় তুলকালাম বাম ছাত্র-যুবদের এসপি অফিস অভিযানে, গ্রেফতার মীনাক্ষি

দ্য ওয়াল ব্যুরো

আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্রযুবদের এসপি (SP) অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র আমতা। ইটবৃষ্টি, লাঠি চার্জ, ভাঙ্গচুর—যেন যুদ্ধক্ষেত্র ৬ নম্বর জাতীয় সড়ক।

এদিন বিকেল চারটে নাগাদ রানিহাটি মোড় থেকে মিছিল শুরু করে কয়েক হাজার বাম ছাত্র-যুব।এগিয়ে যেতে থাকে পাঁচলায় হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ)-এর অফিসের দিকে। আগে থেকেই এসপি অফিস দুর্গে পরিণত করে রেখেছিল পুলিশ। এসপি অফিসের সামনে মিছিল আটকাতেই শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ।

বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশের দিকে উড়ে আসতে থাকে ইট, বোতল। এরপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ শুরু হতে বিক্ষোভকারীরা আরও আগ্রাসী হয়ে মারমুখী হয়ে ওঠে। একসময় দেখা যায়, বিক্ষোভকারীদের তাড়ায় ছুটে গলির মধ্যে ঢুকে পড়ছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বাম নেতা মীনাক্ষি মুখোপাধ্যায়কে।

বিকেল পৌনে পাঁচটার সময় একদিকে যেমন গ্রেফতার শুরু করেছে পুলিশ তেমনই বিক্ষোভকারীরা দখল নিয়ে নিয়েছে গোটা ৬ নম্বর জাতীয় সড়কের। কলকাতা ও কোলাঘাটমুখী দুটি লেনই এই মুহূর্তে বন্ধ। বিক্ষোভকারীদের হামলায় গুঁড়িয়ে গিয়েছে অসংখ্য পুলিশের গাড়ি। ইট, বোতলের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।

You might also like