
এর আগে একাধিকবার আনিস খান মৃত্যু রহস্য নিয়ে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শনিবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য কংগ্রেস নেতারা। সেখানেই আনিস খানের হত্যার সুবিচার নিয়ে পাশে থাকার কথা বলেন।
এদিন তিনি আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে দেখা করেন। আশ্বাস দেন, ‘এই বিষয় নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি, মানবাধিকার কমিশন, সংখ্যা লঘু সেলের কাছে নিয়ে যাব। এটি নিঃসংশয়ে পরিকল্পিত হত্যা। প্রতিবাদী যুবকের চিরতরে কন্ঠরোধ করে দেওয়ার চক্রান্ত।’
এমনকি এদিন তিনি এই কাজের সঙ্গে পুলিশ, স্থানীয় তৃণমূল নেতার যোগ আছে বলেও অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, ‘এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সক্রিয়। ভোটের সময় মুসলমান, ভোটের পরে জাহান্নাম।’ এমনকি আনিস খানের পরিবারের সঙ্গে সুর মিলিয়ে সিবিআই তদন্তের দাবিও জানান তিনি। বলেন, ‘সিট গঠনের নামে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটা করবে না। কোর্টের তত্ত্বাবধানের হোক সিবিআই তদন্ত। তাহলেই এই ঘটনার সঠিক তদন্ত হবে।’
ঘটনার তদন্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন অধীর। তিনি বলেন, ‘এই হত্যার পেছনে স্থানীয় তৃণমূল নেতারা ও সরকার জড়িত। সিট দিয়ে কী তদন্ত হচ্ছে তা সাধারণ মানুষের কাছে অজানা। কারা প্রকৃত অপরাধী আজও আমরা জানতে পারলাম না।’
এদিন আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বাংলার পর্যবেক্ষক এ চেল্লা কুমার, কংগ্রেস নেতা শরদ রাউত, বিপি সিং সহ প্রমুখরা। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা।
থানার লাগাতার হুমকি! সিট তদন্তে হতাশ আনিসের বাবা সিবিআই চাইছেন এখনও