
এদিন সকালে প্ৰথমে টিআই প্যারেডে যেতে রাজি না থাকলেও পরে উকিলের সঙ্গে কোর্টে পৌঁছান আনিস খানের বাবা। সেখানে এই হত্যাকাণ্ডে গ্রেফতার করা দুই পুলিশ কর্মীকে শনাক্ত করার কথা। কিন্তু, এদিন আনিস খানের বাবার দাবি, যাকে শনাক্ত করার কথা সে উপস্থিত ছিল না সেখানে।
আরও পড়ুনঃ আনিসের দাদার সঙ্গে শুভেন্দুর কথা, সিবিআইয়ের জন্য সুপ্রিম কোর্টের পথে পরিবার
পাশাপাশি, সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে সিট। এদিন ফের ভবানীভবনে আমতা থানার পূর্বতন ওসি দেবব্রত চক্রবর্তী সহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তদন্তে উঠে এসে আরও এক তথ্য। ঘটনার রাতে ওই সময়ে এলাকারই এক টোটো চালক উপস্থিত ছিলেন! কিন্তু সে কেন সেখানে ছিল, তা খতিয়ে দেখার জন্যই জিজ্ঞাসাবাদ করা হয়।