Latest News

আনিস খান মামলা: পরিবারকে কেন চার্জশিট দেওয়া হয়নি! এক সপ্তাহের মধ্যে কপি দেওয়ার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মামলায় তদন্তকারী অফিসারদের দেওয়া চার্জশিটের (Chargesheet) কপি নেই মামলাকারীদের কাছে! বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেন মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যা শুনে কিছুটা বিস্মিত হন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি নির্দেশ দেন, আগামী এক সপ্তাহের (1 week) মধ্যে মামলাকারীকে যেন চার্জশিটের কপি দেওয়া হয়।

২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রাতে নিজের বাড়িতেই ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান ছাত্রনেতা আনিস খান। এই মৃত্যুতে পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। দাবি করেছিল, পুলিশই ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল আনিসকে। এই অভিযোগ তুলে মামলার তদন্তের ভার কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মামলার তদন্তে রাজ্য পুলিশের সিটের উপরেই আস্থা রাখে।

সেই তদন্তের চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসাররা। চার্জশিটে সিটের তরফে দাবি করা হয়, খুন হয়নি আনিস খান। ছাদ থেকে নীচে পড়েই মৃত্যু হয়েছে ছাত্রনেতার। কিন্তু সিটের দাবি মানতে নারাজ আনিসের পরিবার। তারা এখনও সিবিআইয়ের মতো কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিতে অনড়। বৃহস্পতিবার সেই কথাই আদালতে উল্লেখ করে আইনজীবী বিকাশরঞ্জন জানান, তদন্ত ঠিকঠাক হয়নি।

এদিন আদালতে তিনি আরও অভিযোগ করেন, এই মামলার চার্জশিটের কপি রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি তাঁদের। তা শোনার পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, অ্যাডভোকেট জেনারেলের অফিস থেকে যেন চার্জশিটের কপি এক সপ্তাহের মধ্যে আনিস খানের পরিবারকে দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে।

অনুব্রত জেলেই থাকবেন, নির্দেশ আদালতের! কেস ডায়েরি জমা দিল সিবিআই, কী আছে তাতে

You might also like