
গলায় কাজলের কৌটো আটকে মৃতপ্রায় ছিল শিশু, প্রাণ বাঁচাল পিজি
আনিসের বাবা এদিন নতুন করে আঙুল তুলেছেন আমতা থানার দিকে। তাঁর অভিযোগ থানা থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। সেই ভয়ে কেউ তাঁদের বাড়িতে তাঁর সঙ্গে দেখা পর্যন্ত করতে আসতে পারছেন না। এই অবস্থায় আনিসের পরিবারের সিবিআই তদন্তের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।
এদিকে আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে এদিন আমতায় গিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সেখানে গিয়ে তিনি বলেন, আনিসের মৃত্যুর সিবিআই তদন্ত তাঁরা চান, আদালতের তত্ত্বাবধানে সিবিআই এই ঘটনার তদন্ত করে প্রকৃত সত্যিটা সামনে আনুক, সেই দাবিই করেছেন তিনি।
আনিস খানের মৃত্যুর ঘটনায় আঙুল উঠেছে পুলিশের দিকে। অভিযোগ আমতা থানা থেকেই লোকজন সেদিন গিয়েছিলেন আনিসের বাড়িতে। তারপরেই ছাদ থেকে পড়ে মারা যান আনিস। তাঁর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জন পুলিশকর্মীকে এই ঘটনায় গ্রেফতার করেছে সিট। তবে ধৃতদের দাবি, ওসির অর্ডারেই তাঁরা সেদিন আনিসের বাড়ি গিয়েছিলেন। তাঁদের ‘বলির পাঁঠা’ করা হয়েছে।